Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বের সবচেয়ে বেশি দূষিত শহর লাহোর, ঢাকার অবস্থান ১৪তম

স্টাফ করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১২:১৪ | আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ১৪:০৩

বায়ু দূষণ। ছবি: সংগৃহীত

ঢাকা: বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে বায়ুদূষণের মাত্রা আবারও বেড়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৯৪ একিউআই স্কোর নিয়ে ঢাকাকে বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৪তম স্থানে দেখা গেছে। যদিও সাম্প্রতিক ভারী বৃষ্টির পর রাজধানীর বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছে।

অন্যদিকে, একই সময়ে ৩৭০ একিউআই স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি (২৩৭ স্কোর), তৃতীয় স্থানে কলকাতা (২২২ স্কোর), চতুর্থ স্থানে উগান্ডার কামপালা (১৬১ স্কোর) এবং পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের করাচি (১৩৫ স্কোর)।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞদের মতে, ঢাকার বায়ুদূষণের প্রধান কারণ হচ্ছে নির্মাণকাজের ধুলাবালি, যানবাহনের ধোঁয়া, ইটভাটা ও শিল্পকারখানার বর্জ্য। যদিও সাম্প্রতিক বৃষ্টিপাতের ফলে কিছুটা স্বস্তি মিলেছে, তবে শুষ্ক মৌসুম শুরু হলে দূষণ আবারও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী,

০–৫০ স্কোর ভালো
৫১–১০০ মাঝারি
১০১–১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০ অস্বাস্থ্যকর
২০১–৩০০ খুব অস্বাস্থ্যকর
৩০১–৪০০ ঝুঁকিপূর্ণ— যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, দূষণের সময় শিশু, প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিদের বাইরে কম যাতায়াত করতে ও প্রয়োজন হলে মাস্ক ব্যবহার করতে।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর