Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা, তাপমাত্রা থাকবে স্থিতিশীল

স্টাফ করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৫ ০৯:৩৩ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ১১:১১

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রোববার (৯ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ বাতাস উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতা ছিল ৭২ শতাংশ।

গতকাল (শনিবার) রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজও দিনের তাপমাত্রা প্রায় একই থাকার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ঢাকায় সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৫ মিনিটে এবং আগামীকাল (সোমবার) সূর্যোদয় হবে ভোর ৬টা ১০ মিনিটে।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর