Thursday 20 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বের দূষিত শহরের তালিকায় ৫ম ঢাকা

স্টাফ করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২৫ ১২:১৫

বায়ু দূষণ। ছবি: সংগৃহীত

ঢাকা: নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। সেই প্রবণতার বাইরে নয় বাংলাদেশের রাজধানী ঢাকা। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকায় শীতের শুরুতে বায়ুদূষণ বাড়ে। কিছুদিন আগেও বায়ুমান কিছুটা উন্নতির দিকে থাকলেও আবারও দূষণের মাত্রা বেড়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৭৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ঢাকা। এ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য।

আইকিউএয়ারের প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে ভারতের দিল্লি ৫০২ একিউআই স্কোর নিয়ে আবারও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে।
এরপর দ্বিতীয় স্থানে উজবেকিস্তানের তাসখন্দ (২৫৩),
তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর (২৩৫),
চতুর্থ স্থানে ভারতের কলকাতা (১৮৮) অবস্থান করছে।

বিজ্ঞাপন

কোন স্কোর কতটা ঝুঁকিপূর্ণ?
০–৫০ : ভালো
৫১–১০০ : মাঝারি
১০১–১৫০ : সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
১৫১–২০০ : অস্বাস্থ্যকর
২০১–৩০০ : খুব অস্বাস্থ্যকর
৩০১–৪০০ : ঝুঁকিপূর্ণ (বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে)
বিশেষজ্ঞরা বলছেন, একিউআই স্কোর ২০০-এর উপরে গেলে শিশু, প্রবীণ, শ্বাসকষ্ট ও হৃদরোগীদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেয়া হয়। সাধারণ মানুষের বাইরের কার্যক্রমও সীমিত করার প্রয়োজন পড়ে।

এই মৌসুমে ঢাকায় নির্মাণকাজ, ইটভাটা, যানবাহনের ধোঁয়া, ধুলাবালু এবং আবহাওয়াজনিত কারণ মিলেই বায়ুদূষণ বাড়ে। স্কোর ১৭৪ হওয়ায় ঢাকার বাতাস এখন অস্বাস্থ্যকর পর্যায়ে থাকা মানে, সাধারণ মানুষেরও স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রয়োজনীয় সতর্কতা, যেমন—মাস্ক ব্যবহার, পর্যাপ্ত পানি পান, বাইরে কম সময় থাকা এবং সংবেদনশীলদের জন্য অতিরিক্ত সাবধানতার পরামর্শ দিয়েছেন।

বায়ুমান উন্নত রাখতে দীর্ঘমেয়াদি নীতিগত পদক্ষেপ এবং স্বল্পমেয়াদি নিয়ন্ত্রণ ব্যবস্থা জরুরি বলে মনে করছেন পরিবেশ বিশেষজ্ঞরা।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর