Saturday 10 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীত কবে বাড়বে, জানাল আবহাওয়া অফিস

স্টাফ করেসপন্ডেন্ট
২১ নভেম্বর ২০২৫ ১২:১৭ | আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ১৮:২১

শীতের সকাল। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশের বিভিন্ন অঞ্চলে ধীরে ধীরে শীতের আমেজ বাড়ছে। রাজধানীসহ অধিকাংশ এলাকায় গত কয়েক দিনে তাপমাত্রা কমে শীতের অনুভূতি স্পষ্ট হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দিন ও রাতের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে। একই প্রবণতা শনিবার (২২ নভেম্বর) বজায় থাকতে পারে। এরপর কয়েক দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, “আগামী দুই দিন তাপমাত্রা কিছুটা কমবে। এরপর তা কয়েক দিন স্থিতিশীল থাকতে পারে। তবে চলতি মাসের শেষ দিকে সারা দেশে শীত আরও বৃদ্ধি পাবে।”

বিজ্ঞাপন

এদিকে, বঙ্গোপসাগরে নতুন লঘুচাপের সম্ভাবনা রয়েছে। শুক্রবারের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাব বাংলাদেশের আবহাওয়ায় পড়ার সম্ভাবনা কম।

পূর্বাভাসে আরও বলা হয়েছে—দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

সারাবাংলা/এফএন/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর