Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইলিশেগুঁড়ি বৃষ্টি দিনে


১৪ জুলাই ২০১৮ ০৮:২৪

।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।

আষাঢ়ের আজ শেষদিন। এরকম একটা দিনে বৃষ্টি কি আর না এসে পারে? বৃষ্টি আসব আসবে, আলবত আসবে!

সকালে যখন দিগন্ত রেখা ঘেঁষে সূর্য উঠছিল, তখনই দেখা গিয়েছে আকাশ জুড়ে জমাট বাধা মেঘ। মেঘের ফাঁক ফোকড় দিয়ে সূর্য যেই না একটু উঁকি মারে ওমনি মেঘ এসে জানিয়ে দেয় আজ আকাশ তাদের।

আবহাওয়ার পূর্বাভাস বলেছে বেলা ১১টা নাগাতই একটা বৃষ্টি আসবে। বড় হলে তো বড়ই নাহলে ইলশেগুঁড়ি বৃষ্টিকে রূখতে পারবে না কেউই। এরপর যখন বৃষ্টি কমে আসবে তখন মেঘও কেটে যাবে আর বেশ রোদ উঠবে। এই অবস্থা অবশ্য সারাদিন চলমান নয়। বিকাল নাগাদ আবার মেঘের সারি জমা হিবে আকাশে, এমনই বলছে আবহাওয়ার বার্তা।

বাব্বা বৃষ্টি হলে বাঁচি। সর্বোচ্চ তাপমাত্র রয়েছে ৩৪ ডিগ্রিতে। গরম কি আর সহজ গরম?

মেঘ রোদ্দুরের খেলায় শুভ কাটুক আজকের দিনটি। ওহ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আজ সারাদেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলছে। এর আওতায় সারাদেশে ৫ বছরের কম বয়সীদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আপনার বাড়িতে যদি এ বয়সী শিশু থাকে তাকে অবশ্যই ভিটামিন এর টিকা খাওয়াবেন, পরিচিতদেরও জানাবেন। এরকম সুন্দর দিন, বৃষ্টি দেখার জন্য চোখও তো ভালো থাকা চাই!

শুভ সকাল!

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর