ঢাকা: রাজধানীতে বইছে শীতের আমেজ। সপ্তাহজুড়ে তাপমাত্রা কমতে থাকলেও আজ শীত আরও বেশী অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৬টায় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে রাজধানীর অন্যতম কম তাপমাত্রা। সকালে বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা শীতের অনুভূতি বাড়িয়ে তোলে।
সকাল ৭টা ৩০ মিনিটে তাপমাত্রা দাঁড়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৮৯ শতাংশ। অধিক আর্দ্রতার কারণে শীত কিছুটা বেশি অনুভূত হলেও সূর্য ওঠার পর তা কমতে শুরু করবে বলে জানায় আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদিনই ঢাকাসহ সারাদেশে আকাশ থাকবে পরিষ্কার এবং বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬–১২ কিলোমিটার বেগে বইবে শীতল হাওয়া, যা শীতের তীব্রতা আরও বাড়াবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।
দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ আরও বেশি—অনেক জেলায় রাতের তাপমাত্রা নেমে এসেছে ১০–১২ ডিগ্রির ঘরে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গত পাঁচ দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১২ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ৩২ মিনিটে।
ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঢাকার তাপমাত্রা ১৬ ডিগ্রিতে নেমে আসা শীতের আগমনী বার্তা দিচ্ছে। ডিসেম্বর–জানুয়ারি মিলিয়ে দেশজুড়ে শীত জেঁকে বসে; সেই ধারায় রাজধানীবাসীও এখন স্পষ্টভাবে শীতের উপস্থিতি অনুভব করছেন। শীতের এই আবহে সকাল-সন্ধ্যায় বেড়েছে উষ্ণ পোশাকের ব্যবহার, চায়ের দোকানেও ভিড় বাড়ছে। সামনে আরও কয়েকটি পশ্চিমা লঘুচাপের প্রভাবে সারাদেশে শীত বাড়তে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।