ঢাকা: শৈত্যপ্রবাহের মধ্যেই নতুন বছরের সকালে বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টা ৩৩ মিনিটে লাহোরের একিউআই স্কোর ছিল ৪২২, যা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত।
একই সময়ে ভারতের রাজধানী দিল্লি ২৯৩ স্কোর নিয়ে দ্বিতীয় এবং কলকাতা তৃতীয় অবস্থানে রয়েছে। এছাড়া উগান্ডার কাম্পালা (১৯৫) ও ভিয়েতনামের হ্যানয় (১৮৫) যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে।
রাজধানী ঢাকার বায়ুমান কিছুটা উন্নত হলেও এখনও স্বস্তিদায়ক নয়। সকাল ৭টা ৪৭ মিনিটে ঢাকার একিউআই স্কোর ছিল ১৭২, যা ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়ে। তীব্র শীত ও কুয়াশার কারণে দূষণের মাত্রা সামান্য কমলেও স্বাস্থ্যঝুঁকি পুরোপুরি কাটেনি বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর ১৫১–২০০ হলে তা অস্বাস্থ্যকর হিসেবে গণ্য হয়, যা শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় অপ্রয়োজনে বাইরে বের না হওয়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।