১৩ সেপ্টেম্বর শনিবার রাতে বাংলাদেশ হারালো তার এক অমূল্য রত্নকে। লালনের গান যিনি আমাদের আত্মায় শেকড় গেড়ে দিয়েছিলেন, যিনি প্রতিটি কথায় ভালোবাসা, সাম্য আর মানবতার আলো জ্বেলে গেছেন— সে সুরেলা কণ্ঠ আজ চিরতরে থেমে গেছে। ফরিদা পারভীন আর নেই। তিনি শুধু একজন শিল্পী ছিলেন না, ছিলেন বাংলার গানের প্রাণ, লালনগীতি-জগতের রাণী। তার কণ্ঠে ছিল আকাশের […]
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৬