Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রবীন্দ্রনাথের ছোটগল্প থেকে ধারাবাহিক


১২ মার্চ ২০২০ ১৮:২০

রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদী ছোটগল্প ‘দেনা পাওনা’। গল্পটি থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে দীর্ঘ ধারাবাহিক। নাটকটি প্রচারিত হবে দীপ্ত টিভিতে। আহমেদ খান হীরকের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন ফিরোজ কবীর ডলার।

‘দেনা পাওনা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আজিজুল হাকিম, সঙ্গীতা, উপমা, নাফা, আতিক, রোদেলা মির্জা, লেলিন, মনিরা ইউসুফ মেমী, কোহিনূর সিরাজুল ইসলাম, ইরফান।

বিজ্ঞাপন

মধ্যবিত্ত পরিবারের মেয়ে পারমিতা। বাবার বড় আদরের পারমিতা ভালোবাসে ধনী পরিবারের ইরফানকে। অস্ট্রেলিয়ায় পড়াশোনা শেষ করে ফেরা ইরফান পারমিতাকে বিয়ে করতে চাইলে শুরু হয় নানা বাধা-বিপত্তি; জোর করে ইরফানের বিয়ে ঠিক করা হয় অন্য একটি মেয়ের সাথে। ইরফান পারমিতাকে ভুলে যেতে চায়, পারমিতাও চায় তার জীবন নতুন করে শুরু করতে কিন্তু প্রেমের পিছুটান আর নিয়তির বন্ধন কেউই উপেক্ষা করতে পারে না। শুরু হয় পারমিতা আর ইরফানের নতুন জীবন। যে জীবনে পারমিতার পাওনা কিছুই থাকে না—থাকে মায়ের গ্লানি, বাবার অপমান আর সম্পর্কের দেনা।

বর্তমানে শুটিং চলছে ‘দেনা পাওনা’র। খুব শিগগিরই এর প্রচার সময় জানানো হবে।

দীপ্ত টিভি দেনা পাওনা নতুন ধারবাহিক রবীন্দ্রনাথ ঠাকুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর