ঈদে ‘সাক্ষী হাজির’
২৪ মে ২০২০ ২২:৩০
বেলাল একজন ভাড়ায় চালিত মানুষ। গ্রামের কোন মিছিল, জটলায় লোক বা কারো পক্ষে সাক্ষী দরকার হলে তাকে ভাড়া করা হয়। বেলালের কিছু লোকজন আছে। তাদের নিয়ে সদলবলে বেলাল গিয়ে দল ভারি করে আসে। বিনিময়ে টাকা পায়। এই ভাড়ায় খাটতে গিয়ে তাকে মাঝেমধ্যে বিপদেও পড়তে হয়। একবার এক মিছিলে অংশ নিয়ে দেখে, গুন্ডার দল তাদের মারতে তেড়ে আসছে। বেলাল ভেবেছিল, তারা মারবে না। পেছনে তাকিয়ে দেখে, তার দলের লোকজন ভয়ে পালিয়েছে। গুন্ডারা তাকে মেরে হাতে পায়ে ব্যান্ডেজ পরিয়ে দেয়। সেই বেলাল এক সাইকেল চুরির গ্রাম্য শালিসে চোরের পক্ষ নিয়ে সাফাই গায়। ফলে চোর বেকসুর খালাস। কিন্তু সাইকেল মালিক শিলা ক্ষেপে বাঘিনী রূপ ধারণ করে। সে হুমকি দিয়ে বেলালকে বলে, তার জীবন সে নরক করে ছাড়বে। পথে ঘাটে তাকে অপদস্ত করতে থাকে শিলা। বেলাল শিলাকে বিয়ে করে বসে। শুরু হয় আরেক দ্বন্দ্ব ও সংকট। এসব নিয়েই এবারের ঈদের নাটক ‘সাক্ষী হাজির’।
শফিকুর রহমান শান্তনু’র রচনা ও দীপু হাজরা’র পরিচালনায় ইভ্যালি নিবেদিত ‘সাক্ষী হাজির’ নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আখম হাসান, উর্মিলা শ্রাবন্তী কর, কচি খন্দকার, মিলন ভট্ট সহ আরো অনেকে। প্রযোজনায় জহিরুল ইসলাম সোহেল।
‘সাক্ষী হাজির’ নাটকটি প্রচারিত হবে ঈদের দিন সকাল ১১টায় সিডি চয়েস ড্রামা ইউটিউব চ্যানেলে।
আখম হাসান উর্মিলা শ্রাবন্তী কর দীপু হাজরা শফিকুর রহমান শান্তনু সাক্ষী হাজির সিডি চয়েস