Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহশিল্পীকে ভালোবাসার পরিণতি!


১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৩৮ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সহশিল্পীকে ভালোবেসে সংগীতশিল্পী বেলাল খানের চোখে এখন জল। ভালোবাসার সেই মানুষটি এখন দেশজুড়ে জনপ্রিয়। গায়িকা হিসেবে পাচ্ছেন বড় বড় স্বীকৃতি। আর এসব দেখে-শুনে বেলাল খান নীরবে চোখের জল ফেলছেন ঘরের কোনে বসে।

বাস্তবে নয়, এমনই এক প্রেমময় হৃদয়ছোঁয়া গল্প-গান প্রকাশ পেয়েছে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)। গানের শিরোনাম নাম ‘কি ভালোবাসলে’। গানটিতে কণ্ঠ ও সুর দেওয়ার পাশাপাশি ভিডিওতে মডেলও হয়েছেন বাস্তবের জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান। তার নায়িকা চরিত্রে অভিনয় করেছেন শৌমি। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

গানের কথা লিখেছেন মুসা কে মাহমুদ। আর গানটির সংগীতায়োজন করেছেন এম এ রহমান।প্রকাশ পেয়েছে বেলাল খানেরই ইউটিউব চ্যানেলে।

বিজ্ঞাপন

গানটি প্রসঙ্গে বেলাল বলেন, ‘আমি যে ধরনের গান গেয়ে থাকি এটি সেই ঘরানারই গান। স্যাড রোমান্টিক গান। অসাধারণ কথার এই গানটি লিখেছেন মুসা কে মাহমুদ ভাই। মূলত কথাগুলোর সাথে মিল রেখে ভিডিও তৈরি করা। আমরা একটা গল্প বলার চেষ্টা করেছি।  আশা করছি শ্রোতারা অডিও-ভিডিওতে নিজেদের ভালোবাসার গল্পটা খুঁজে পাবেন।’

ইউটিউব গান বেলাল খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর