Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে শাওকীর সিরিজ ‘গুলমোহর’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৬ মে ২০২৫ ১৫:০০ | আপডেট: ৬ মে ২০২৫ ১৫:০৩

‘গুলমোহর’ সিরিজে অভিনয়ের জন্য প্রথমবার বাংলাদেশে এসেছিলেন ভারতের আলোচিত অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। টলিউড–বলিউডের এ অভিনেতা গল্প শুনেই রাজি হয়ে যান ‘গুলমোহর’ সিরিজে কাজ করতে। এর সঙ্গে বাংলাদেশে শুটিং করার ইচ্ছাটা মিলে যাওয়ায় দর্শকরা প্রথমবারের মতো দেশের কোনা কনটেন্টে দেখতে যাচ্ছেন শাশ্বত চট্টোপাধ্যায়কে।

শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, ‘এটা একটা পরিবারের গল্প। এতে অনেককিছু আছে, তবে আমার চরিত্রে আছে ইমোশন। এমন কাজ খুব কমই হচ্ছে আজকাল। এর সঙ্গে আরেকটা বিষয় আমাকে খুব আগ্রহী করেছে, সেটা হলো, বাংলাদেশে শুটিং। কাজের আগেই আমি জিজ্ঞেস করেছিলাম, শুটিং কোথায় হবে? ওরা বললো বাংলাদেশে। কাজ করতে রাজি হয় গেলাম।’

বিজ্ঞাপন

চরকি অরিজিনাল সিরিজ ‘গুলমোহর’ নির্মাণ করেছেন সৈয়দ আহমেদ শাওকী। তার নির্দেশনায় প্রথমবারের মতো কাজ করলেন শাশ্বত চট্টোপাধ্যায়। জানালেন, শাওকীদের টিম খুবই আত্মবিশ্বাসী। অভিনেতা বলেন, ’শাওকী তার কাজের ব্যাপারে খুব পরিষ্কার। তিনি জানেন কী করতে চান, কীভাবে করতে চান।’

৫ মে রাতে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে ‘গুলমোহর’ সিরিজের পোস্টার। যেখানে জানা গেছে গুরুত্বপূর্ণ সব চরিত্র সম্পর্কে। এতে অভিনয় করেছেন সারা জাকের, ইন্তেখাব দিনার, মোস্তাফিজুর নূর ইমরান, সুষমা সরকার, মীর নওফেল আশরাফী জিসান, সারিকা সাবাহ, তৌফিকুল ইসলাম ইমন, মোস্তফা মনোয়ারসহ অনেকে।

জানানো হয়েছে সিরিজটি মুক্তির তারিখও। চরকিতে নির্মাতা শাওকীর প্রথম নির্মাণ মুক্তি পেতে যাচ্ছে ১৪ মে রাত ১২টায় (১৫ মে)। এটি তার পরিচালিত তৃতীয় সিরিজ। পরিচালক জানিয়েছেন, এখন পর্যন্ত এটি তার সবচেয়ে বড় স্কেলের কাজ।

বিজ্ঞাপন

মিস্ট্রি–ড্রামা ঘরানার সিরিজটির পোস্টার ক্যাপশন আরও একটু রহস্য বাড়িয়ে দিল যেন। এতে লেখা হয়েছে, ‘ক্ষমতার লোভে কেটে গেছে সম্পর্কের সুর!’ এমন একটি বাক্য কিসের ইঙ্গিত দেয়? নির্মাতা আগেই জানিয়েছেন এটি একটি পরিবারের গল্প। তাহলে কী এ পরিবারকে ঘিরেই মিস্ট্রি আর ড্রামার আনাগোনা?

অভিনেতা ইন্তেখাব দিনার বলছেন, “গুলমোহর একটি পরিবারের মধ্যেকার বিশ্বাস–অবিশ্বাস, রহস্যে ঘেরা ষড়যন্ত্রের গল্প। আর শাওকী সেই গল্পকে এমনভাবে তুলে ধরেছে যে তাকে ম্যাজিশিয়ান বলেতই হয়।”

অভিনেত্রী সুষমা সরকারের কাছে পরিচিত–সাধারণ থেকে অসাধারন হয়ে উঠা এক গল্প ‘গুলমোহর’। তিনি বলেন, “ক্ষমতা, লোভ, ঈর্ষা কীভাবে মানুষের বিশ্বাস, ভালোবাসা ও মানবিক সম্পর্কগুলোকে দুমড়ে মুচড়ে দেয় তার একটা রিফ্লেকশন পাওয়া যাবে এখানে। শাওকীর ‘গুলমোহর’ তাই রক্তের সম্পর্কের ভেতরে থেকেও অন্য এক সম্পর্কের গল্প।”

“গুলমোহর’ হলো পরম্পরা অথবা কর্মের বয়ান, যার শেষে অবধারিতভাবে কর্মফল রয়েছে”– এভাবেই ‘গুলমোহর’–কে ব্যাখ্যা করেন অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। অন্যদিকে গল্পের ব্যাখ্যায় না গিয়ে অভিনেতা মীর নওফেল আশরাফী জিসান বলেন, ”গুলমোহর সৈয়দ আহমেদ শাওকীর নির্মাণ। এটাই আমার জন্য যথেষ্ট। আশা করছি দর্শকরাও ফ্যামিলি–মিস্ট্রি–ড্রামা উপভোগ করবেন।” ‘গুলমোহর’ সিরিজটি সারিকা সাবাহ–এর কাছে স্বপ্নের মতো। তার মতে, ”গুলমোহর একটা আবেগ পাশাপাশি নিষ্ঠুরতাও।’

‘গুলমোহর’–এর সঙ্গে ক্ষমতা–লোভ, বিশ্বাস–অবিশ্বাস, সম্পর্ক, পরম্পরা–কর্মফলের মতো বিষয়গুলোকে জড়িয়েছেন অভিনয়শিল্পীরা। নির্মাতার মুন্সিয়ানায় এগুলো কীভাবে আসবে দর্শকদের সামনে, সেটাই এখন দেখার পালা। আলোচিত নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী এ সিরিজের মাধ্যমে প্রায় ৩ বছর পর ফিরছেন পর্দায়।

সারাবাংলা/এজেডএস

গুলমোহর সৈয়দ শাওকী