Thursday 08 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মারধর ও ধর্ষণের হুমকির অভিযোগ: অস্বীকার শামীম হাসান সরকারের

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৭ মে ২০২৫ ১৭:০৬

নতুন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর ও ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছেন। মঙ্গলবার (৬ মে) বিকেলে একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এসব অভিযোগ আনেন তিনি। আর সেসব অভিযোগের জবাবে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন শামীম হাসান সরকার।

মঙ্গলবার রাত ৯টার দিকে একটি নাটকের সেটে অনুষ্ঠিত সে সংবাদ সম্মেলনে শামীম হাসান সরকার দাবি করেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তিনি শুধু সিনিয়র শিল্পী হিসেবে সামান্য বকাঝকা করেছিলেন। তার পিছনেও যুক্তি আছে বলে তিনি দাবি করেন।

বিজ্ঞাপন

অভিনেত্রী প্রিয়াঙ্কার অভিযোগ, নানা অকথ্য ভাষায় হুমকি দিতেন শামীম। তার গায়েও নাকি হাত তুলতেন অভিনেতা। শুধু তাই নয়, মাদক গ্রহণ করে অভিনেত্রীর সঙ্গে বাজে আচরণ করতেন বলেও অভিযোগ আনেন।

প্রিয়াঙ্কার ভাষ্য, ‘অভিনেতা শামীম হাসান সরকার একটা সিন চলাকালিন আমার সঙ্গে খুবই বাজে আচরণ করেছেন। আমার গায়ে হাত তুলতো। প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিত। একটান গাঁজা খেয়ে আবার সিন করত।’

প্রিয়াঙ্কার এসব অভিযোগের পর সংবাদমাধ্যমে মুখ খোলেন শামীম হাসান। অভিনেতা বলেন, ‘মাদক সেবনের অভিযোগ খুব গুরুতর। আমাদের শুটিং হাউজের সব জায়গায় সিসি ক্যামেরা আছে আপনারা চাইলে আমি সেগুলো আপনাদের দিতে পারি। যদি কেউ প্রমাণ করতে পারে আমি মিডিয়া ছেড়ে দেব।’

এছাড়া অভিনেত্রীর গায়ে হাত তোলার বিষয়ে তিনি বলেন, ‘আমার অভিনয় জীবনের ১০ বছর চলছে। এ জীবনে আমি কারও গায়ে কখনো হাত তুলিনি।’

শামীম বলেন, ‘যিনি আমার বিরুদ্ধে এমন অভিযোগ দিলেন তিনি একটি নাটকের লটে আমার সঙ্গে আগেও কাজ করেছেন। আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই। গত পরশুদিন থেকে ওই নাটকের নতুন লটের শুটিং শুরু হয়েছে। তিনি সেটে এসেই রিলস ও টিকটক নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। এ সময় আমি অনেকটা রাগ করেই বলেছি, যদি রিলস বানাতেই হয় তাহলে বাইরে গিয়ে কারো, শুটিং সেটে এসব চলবে না। শুধু এতটুকুই।’

বিজ্ঞাপন

শামীম হাসান সরকার আরও বলেন, ‘একটা মিথ্যা অভিযোগ যেহেতু উঠেছে আমাকে তো ব্যবস্থা নিতেই হবে। একটা মিথ্যা বিষয় আমি কখনো ছেড়ে দেব না। আগে আমার পরিবার শিল্পী ও সংগঠনের সঙ্গে কথা বলব, যদি তারা আইনি ব্যবস্থা নিতে বলেন তাহলে সেটাই হবে।’

সারাবাংলা/এজেডএস

প্রিয়াঙ্কা প্রিয়া শামীম হাসান সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর