ন্যামকের উপদেষ্টা হলেন লিয়াকত আলী লাকী
২৭ জুন ২০১৮ ১৮:৫২
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। একাধারে তিনি নাট্যাভিনেতা, নাট্য নির্দেশক, নাট্যকার, সাংস্কৃতিক সংগঠক। এবার তিনি যুক্ত হলেন চীনের আর্ট মিউজিয়ামে। আর্ট অ্যান্ড কালচার নিয়ে কাজ করার অভিজ্ঞতার প্রেক্ষিতে তিনি দায়িত্ব পেয়েছেন চীনের ন্যাশনাল আর্ট মিউজিয়ামের আন্তর্জাতিক উপদেষ্টা হিসেবে। তিন বছরের জন্য এ দায়িত্ব পেয়েছেন তিনি।
বেইজিংয়ে গত ১৯ ও ২০ জুন চীনের ন্যাশনাল আর্ট মিউজিয়ামের (ন্যামক) আয়োজনে ২৪টি দেশের অংশগ্রহণে ‘সিল্ক রোড ইন্টারন্যাশনাল এলায়েন্স অব আর্ট মিউজিয়াম অ্যান্ড গ্যালারীজ’ প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ছাড়াও চীন, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা, গ্রীস, হাঙ্গেরি, রাশিয়া, ইউক্রেইন, সিঙ্গাপুর, বেলারুস, বুলগেরিয়া, তুরস্ক, ও ভিয়েতনামসহ সিল্ক রোডের সদস্য।
সংগঠনটি নিয়মিত শিল্পকর্মের প্রদর্শনী, প্রকাশনা, আর্টক্যম্প এবং কনফারেন্সের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করে। বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
ন্যামকের আন্তর্জাতিক উপদেষ্টা হিসেবে কাজ করার জন্য তার হাতে নিয়োগপত্র তুলে দেন চীনের ন্যাশনাল আর্ট মিউজিয়ামের পরিচালক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভাস্কর উ উয়েশান।
লিয়াকত আলী লাকী চতুর্থবারের মতো বাংলাদেশে শিল্পকলা একাডেমীর মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন। এ পর্যন্ত তিনি অভিনয় করেছেন ৫৮টি নাটকে। নির্দেশনা দিয়েছেন ৭৮টি আর রচনা করেছেন ৮টি নাটক।
সারাবাংলা/পিএ