Sunday 18 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুসরাত ফারিয়া: আরজে থেকে হয়েছেন জনপ্রিয় নায়িকা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৮ মে ২০২৫ ২০:০৭

 

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে রোববার( ১৮ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি থাইল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় তাকে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আটক করা হয়। পরে তাকে ভাটারা থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে স্থানান্তর করা হয়, যেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগে তাকে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে, যারা আন্দোলন দমন করতে সহায়তা করেছিলেন। তবে এখন পর্যন্ত তাকে কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়নি, এবং তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কিনা তা যাচাই করা হচ্ছে ।

নুসরাত ফারিয়া ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক করেন। এরপর তিনি ‘বাদশা: দ্য ডন’, ‘বস টু’, ‘ইন্সপেক্টর নটি কে’সহ বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন। ২০২৩ সালে শ্যাম বেনেগালের পরিচালনায় ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেন ।

নুসরাত ফারিয়া প্রথমে রেডিও ফুর্তিতে আরজে হিসেবে কাজ শুরু করেন। এরপর আরটিভির ‘ঠিক বলছেন তো’ এবং এনটিভির ‘থার্টিফার্স্ট ধামাকা কক্সবাজার’ অনুষ্ঠানে উপস্থাপনা করে দর্শকদের নজর কাড়েন। ২০১৩ সালে বলিউড গায়িকা সুনিধি চৌহানের কনসার্ট উপস্থাপনাও তাকে ব্যাপক পরিচিতি এনে দেয় ।

বিজ্ঞাপন

চলচ্চিত্রের পাশাপাশি তিনি মডেলিং ও গায়িকা হিসেবেও সাফল্য অর্জন করেছেন। ‘পটাকা’, ‘হাবিবি’, ‘আমি চাই থাকতে’সহ একাধিক গানে কণ্ঠ দিয়ে তিনি সংগীতপ্রেমীদের মন জয় করেছেন ।

অভিনয়ের পাশাপাশি তিনি পড়াশোনাতেও মনোযোগী ছিলেন। ২০২১ সালে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ‘ব্যাচেলর অব ল’ ডিগ্রি অর্জন করেন ।

সারাবাংলা/এজেডএস

আরজে নায়িকা নুসরাত ফারিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর