Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলে গেলেন জো জ্যাকসন


২৮ জুন ২০১৮ ১১:২৭ | আপডেট: ২৮ জুন ২০১৮ ১২:০৮

জো জ্যাকসন

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

জো জ্যাকসনকে বলা হয় ‘ট্যালেন্ট ম্যানেজার’। তার আরেকটি পরিচয় পপ সম্রাট মাইকেল জ্যাকসনের বাবা তিনি। বুধবার মাঝ রাতে (বাংলাদেশ সময়) আমেরিকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জো। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৯ বছর। মাইকেল জ্যাকসনের পরিবারের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি।

এছাড়াও, জো জ্যাকসনের মৃত্যুর খবর মাইক্রোব্লগিং সাইট টুইটারে জানিয়েছেন মেয়ে লা টয়া জ্যাকসন।

দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন জো জ্যাকসন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছেলে মাইকেলের নবম মৃত্যুবার্ষিকী পালন করেছিলেন এই পিতা। এর দুইদিন পরই তিনি নিজেই পৃথিবী থেকে বিদায় নিলেন।

মাইকেল জ্যাকসনসহ নিজের পাঁচ সন্তানকে নিয়ে এক সময় ‘জ্যাকসন ৫’ ব্যান্ড গড়ে তুলেছিলেন জো। আমেরিকান সংগীতের ইতিহাসে এটি গুরুত্বপূর্ণ এক ঘটনা। মাইকেলের প্রতিষ্ঠান পেছনে সবচেয়ে বড় অবদান রাখে গানের দলটি।

জো জ্যাকসনের সবচেয়ে বড় সমালোচনা ছিলো, তিনি একজন রাগী পিতা। কথিত আছে, শৈশব-কৈশোরে মাইকেলকেও বেদম প্রহার করতেন জো। তবে গানের জন্য অন্তঃপ্রাণ এই মানুষটিই পরে মাইকেলের ক্যারিয়ারে রাখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা।

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর