Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সময়ের সাথে ক্ষত সেরে যাবে: নুসরাত ফারিয়া

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২১ মে ২০২৫ ১৮:৩২ | আপডেট: ২১ মে ২০২৫ ২০:৩৬

নুসরাত ফারিয়ার ইন্সটাগ্রামে দেওয়া স্টোরি। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া হত্যাচেষ্টা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন। কারামুক্তির পর তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বললেও নিজের অনুভূতি জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। মঙ্গলবার (২০ মে) বিকেলে ফেসবুকে এক আবেগঘন বার্তায় জীবনের কঠিন সময় পার করার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

ফারিয়া লেখেন, “জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম।” সেই সঙ্গে এই সংকটময় সময়ে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধন্যবাদ জানান শোবিজ অঙ্গনের সহকর্মী, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের।

বিজ্ঞাপন

পরে রাতে ইনস্টাগ্রামে আরেকটি পোস্টে তিনি বলেন, “জীবনের এই ঝড়-ঝঞ্ঝাটে আমি জেনে গেছি, কারা আমার জীবনের অটুট সঙ্গী। আমার পরিবার—তোমাদের ভালোবাসা আমার শক্তি। আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা—তোমাদের প্রার্থনাই আমাকে টিকে থাকতে সাহায্য করেছে। আর আমার পুরো দেশ—তোমাদের সমর্থনে আমি বাকরুদ্ধ, হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই।”

এই কঠিন অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি আরও লেখেন, “এই যাত্রা আমাকে নাড়িয়ে দিয়েছে, কিন্তু ভাঙতে পারেনি। ক্ষত গভীর, তবে ন্যায়ের উপর এবং মানুষের ভালত্বের উপর আমার বিশ্বাসও ততটাই গভীর।”

ফারিয়া আশা প্রকাশ করে লেখেন, “সময়ের সাথে সাথে ক্ষত সেরে যাবে, আর আমি আবারও পৃথিবীর মুখোমুখি হব—আরও শক্তিশালী, আরও প্রজ্ঞাময় হয়ে এবং প্রতিটি আত্মার প্রতি কৃতজ্ঞতা নিয়ে, যারা আমার পাশে থেকেছেন।”

উল্লেখ্য, গত রবিবার সকালে থাইল্যান্ড সফরে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে। এরপর রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, গত মার্চ মাসে এনামুল হক নামে একজন ব্যক্তি ঢাকার একটি আদালতে ২৮৩ জনকে আসামি করে একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। মামলার তালিকায় নুসরাত ফারিয়াসহ কয়েকজন চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখও রয়েছেন।

সারাবাংলা/এজেডএস

ক্ষত সেরে যাবে নুসরাত ফারিয়া হত্যাচেষ্টা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর