Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি যাচ্ছেন রজনীকান্ত!


২৩ ডিসেম্বর ২০১৭ ১৩:০৯

এন্টারটেইনমেন্ট ডেস্ক

সিনেমা ব্যবসার নতুন সম্ভাবনা সৌদি আরব। রক্ষণশীলতা থেকে বেরিয়ে আসছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ মধ্য-প্রাচ্য। নিশ্চিতভাবে সুযোগটি নেবে পৃথিবীর যে কোনো বড় সিনেমা প্রোডাকশন হাউস। এরইমধ্যে যোগাযোগও শুরু হয়ে গেছে।

সৌদি আরবে প্রদর্শিত হওয়ার তালিকায় দক্ষিন ভারতের প্রথম সিনেমা হিসেবে নাম লিখিয়েছে রজনীকান্তের সিনেমা ২.০। রোবট ছবির সিকুয়্যাল ২.০ তে আরো আছেন অক্ষয়, এমি জ্যাকসন। নতুন বছরের প্রথম ধাপেই ছবিটি মুক্তি পাবে বলিউডে। তখনই সৌদির বাজারেও দেখা যেতে পারে ছবিটি।

২.০ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান লাইসা প্রোডাকশন। এর ক্রিয়েটিভ হেড রাজু মহালিঙ্গম জানিয়েছেন, ‘ভারতে যেমন হিন্দী, তেলেগু, তামিল ভাষায় সিনেমা মুক্তি পায়, সৌদি আরবেও তিন ভাষায় সিনেমা মুক্তি দিতে পারবো বলে আশা করছি আমরা। এতে করে আমাদের আয় ত্রিশ শতাংশ বাড়বে। এটা আমাদের ব্যাবসার জন্য বিগ বুস্ট।’

আশার সঙ্গে অবশ্য দুঃশ্চিন্তাও আছে। সৌদির বাজারে সিনেমা প্রদর্শনে কী ধরনের বাধা-নিষেধ থাকবে, তা এখনো জানা যায়নি।

সৌদিতে নারীদের গাড়ি চালানো মতো সিদ্ধান্তের সঙ্গে সিনেমা হল নির্মাণের ঘোষণা দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ২০৩০ সালের মধ্যে অন্তত ২০০০ প্রেক্ষাগৃহ নির্মাণের পরিকল্পনা তাদের।

সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর