শাহরুখের অপারেশন খুকরি
৩০ জুন ২০১৮ ১৪:৩৮
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে চলচ্চিত্র নির্মাণে বলিউড পরিচালক আশুতোষ গোয়ারিকরের জুরি মেলা ভার। বড় পর্দায় তিনি এমনভাবে ইতিহাসকে তুলে ধরেন, যা দেখলে দর্শক নিজেকে কিছু সময়ের জন্য ফেলে আসা সেই সময়ে আবিষ্কার করে। ‘লগান’, ‘যোধা আকবর’, ‘মহেঞ্জোদারো’ সহ বেশকিছু ছবি নির্মাণ করে আলোচিত হন তিনি।
এরই ধরাবাহিকতায় আবারও ইতিহাসভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করছেন আশুতোষ গোয়ারিকর। ‘অপারেশন খুকরি’ শিরোনামের ছবিটিতে অভিনয় করছেন বলিউড বাদশা শাহরুখ খান। শুধু তাই নয়, ছবিটি প্রযোজনাও করছে শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে বিদ্রোহী রেভোলিউশনারি ইউনাইটেড ফ্রন্টের হাতে বন্দি হয়েছিলেন ২২৩ জন ভারতীয় সেনা সদস্য। ইউনাইটেড নেশনসের শান্তি রক্ষী বাহিনীর অংশ হিসেবে তারা গিয়েছিলেন সিয়েরা লিওনে। পরে মেজর হরিন্দার সুদের নেতৃত্বে ভারতীয় বিমান বাহিনীর ১২০ জনের একটা সামরিক দল সিয়েরা লিওনের প্রত্যন্ত জঙ্গল থেকে উদ্ধার করে এই ২২৩ ভারতীয় সেনা সদস্যকে। এই ঐতিহাসিক ঘটনা নিয়েই নির্মিত হচ্ছে ছবিটি।
ছবিতে শাহরুখ খানকে দেখা যাবে একজন সেনা সদস্যের চরিত্রে। ক্যারিয়ার শুরুতে শাহরুখ খান সেনাবাহিনীর চরিত্রে ‘ফৌজি’ নামের টেলিভিশন সিরিজে অভিনয় করে সবার নজর কাড়েন।
এদিকে এখন চলছে ছবির প্রাক প্রস্তুতির কাজ। চলতি বছরের শেষের দিকে ছবির কাজ আরম্ভ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থাটি। ছবির সম্পূর্ণ শুটিং হবে সিয়েরা লিওনে।
অপারেশন খুকরি ছবিতে শাহরুখ খান ছাড়াও অভিনয় করছেন জ্যাকী শ্রফ, আরবাজ খান, রাজকুমার রাও, নীল নিতিন মুকেশ, আয়ুষ্মান খুরানার মতো তারকা অভিনেতারা। ছবিটির জন্য এখনো কোনো নায়িকা চূড়ান্ত করেননি পরিচালক।
সারাবাংলা/আরএসও/টিএস