Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে কোটি টাকার সম্পদ ফেলে ভারতে এসেছি: আদনান সামি

এন্টারটেইনম্যান্ট ডেস্ক
২৮ জুন ২০২৫ ১৫:৫৩ | আপডেট: ২৮ জুন ২০২৫ ১৮:৫৩

এক সময়ের জনপ্রিয় গান ‘কভি তো নজর মিলাও…’ কিংবা ‘লিফ্ট করাদে’— আদনান সামির কণ্ঠে এসব গান যেন ২০০০ দশকের শুরুর বলিউডের এক অনবদ্য সংগীত যাত্রার পরিচায়ক। হৃদয়ছোঁয়া সুর, গভীর কণ্ঠস্বর আর সত্তার দ্যুতিতে গানকে আবেগময় করে তোলার দারুণ দক্ষতা আছে এই গায়কের। তবে তার সংগীতজীবনের পাশাপাশি ব্যক্তিগত সিদ্ধান্তও কম চর্চিত হয়নি।

পাকিস্তানে জন্ম, কিন্তু নাগরিকত্ব গ্রহণ করেছেন ভারতের। ২০১৫ সালে ভারতের বৈধ নাগরিক হন আদনান সামি। সেই থেকেই এক শ্রেণির মানুষের প্রশ্ন— তিনি কি শুধুই আর্থিক লাভের আশায় দেশবদল করেছিলেন?

সম্প্রতি এই বিতর্কে স্পষ্ট জবাব দিলেন আদনান। কোনো রাখঢাক না রেখেই বলেন, ‘যদি কেউ বলে যে আমি টাকার জন্য ভারতে এসেছি, তা হলে আমি তাদের বলতে চাই যে ভারতে আসার সময় আমি কোটি কোটি টাকার সম্পদ ফেলে রেখে এসেছি।’

বিজ্ঞাপন

এই বক্তব্যেই স্পষ্ট— শুধুমাত্র অর্থ নয়, তার সিদ্ধান্ত ছিল আদর্শ ও মূল্যবোধের জায়গা থেকে।

আদনান সামি

আদনান সামি

আদনান জানান, তিনি চাইলে জার্মানি, ইংল্যান্ড, কানাডা কিংবা আমেরিকার মতো উন্নত দেশেও জীবন শুরু করতে পারতেন। কিন্তু ভারতকে বেছে নেওয়ার পেছনে ছিল তার একান্ত বিশ্বাস ও মূল্যবোধের জায়গা। তার কথায়, ‘আমি মূল্যবোধের কারণে ভারতে থাকার সিদ্ধান্ত নিয়েছি। এই নীতিবোধ পাকিস্তান কখনও সহ্য করতে পারবে না, তাই এসেছি।’

এই বক্তব্যে কেবল তার ভারতীয়তা নয়, বরং এক ব্যক্তির আত্মপরিচয়, বিশ্বাস এবং আদর্শের প্রতি দায়বদ্ধতা ফুটে উঠেছে।

তবে ভারতীয় নাগরিকত্ব পেতে তার পথ একেবারেই সহজ ছিল না—এটাও অকপটে স্বীকার করেন আদনান। সেসব চ্যালেঞ্জের পথ পেরিয়ে তিনি আজ একজন পূর্ণাঙ্গ ভারতীয় নাগরিক, যিনি নিজের কাজ, মনন এবং জীবনচেতনার মাধ্যমে দেশকে ভালোবাসেন।

সারাবাংলা/এফএন/এএসজি

আদনান সামি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর