৪ জুলাই ভোরে অমিতাভ বচ্চন তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ‘ডিয়ার মা’-এর ট্রেলার। সঙ্গে লেখেন—“টনিদা, আমার অনেক শুভেচ্ছা রইল।”
এই ছোট্ট বার্তাই যেন এক মহাসম্মানের স্বীকৃতি হয়ে ধরা দিল পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী ও অভিনেত্রী জয়া আহসানের কাছে।
পরিচালক বললেন, “এটা শুধু শুভেচ্ছা নয়, আমাদের কাছে আশীর্বাদ। মনে হচ্ছে, কেউ কাঁধে হাত রেখে বলছেন—চল এগিয়ে চল।”
বিমানবন্দরে বসেই শুভেচ্ছাবার্তা পড়ছিলেন জয়া আহসান। গণমাধ্যমকে বলেন, “আমি ভাষাহীন। এত বড় একজন মানুষ আমাদের সিনেমার জন্য আশীর্বাদ জানালেন—এটা আমার ক্যারিয়ারের পরম পাওয়া।”

অমিতাভ বচ্চন তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ‘ডিয়ার মা’-এর ট্রেলার
জয়ার আরও যুক্তি, “আমরা যে প্রজন্ম বড় হয়েছি অমিতাভ বচ্চনের সিনেমা দেখে। আজ সেই মানুষটা আমার কাজ দেখে প্রশংসা করছেন—এটা যেন বাস্তব নয়।”
‘ডিয়ার মা’ সিনেমায় এক মায়ের চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। ট্রেলারে উঠে এসেছে সন্তানের প্রতি মায়ের আত্মিক টান, অথচ বাস্তবতার মুখোমুখি হয়ে সেই সম্পর্কের টানাপোড়েন। সংবেদনশীলতা, আত্মত্যাগ, ও গভীর সম্পর্কের দ্বিধা— সবকিছু এক সেলুলয়েড ফ্রেমে বাঁধতে চলেছে এই ছবি।
অমিতাভ বচ্চনের এই পোস্ট যেন শুধু জয়া বা টনি (অনিরুদ্ধ) দার প্রাপ্তি নয়, পুরো বাংলা সিনেমার জন্য এক ঐতিহাসিক সম্মান। তিনি যখন কোনো কাজকে নিজের প্ল্যাটফর্মে শেয়ার করেন, তখন তা শুধু প্রশংসা নয়—বরং এক ধরনের শিল্পভিত্তিক স্বীকৃতির সিলমোহর।
ছবিটির পোস্ট-প্রোডাকশন শেষ পর্যায়ে। খুব শিগগিরই দর্শকের সামনে আসবে ‘ডিয়ার মা’।