Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সানির জীবনের না বলা গল্প


৩ জুলাই ২০১৮ ১৩:৪১ | আপডেট: ৩ জুলাই ২০১৮ ১৪:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সানি লিওন

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

সানি লিওন, এখন তিনি সবার কাছে এক নামে পরিচিত। বলিউডের আবেদনময়ী এই অভিনেত্রীর জীবন নিয়ে কৌতুহলের শেষ নেই সাধারণ দর্শকদের। বলিউডে নিজের অবস্থান শক্ত করছেন একটু একটু করে। কিন্তু সানির এই যাত্রা খুব একটা সহজ ছিল না।

সানিও ছিলেন পাশের বাড়ির মেয়ের মতই। কিন্তু সেই ইমেজ থেকে কেন তিনি পর্নোগ্রাফিকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন? কানাডাবাসী মধ্যবিত্ত এক শিখ পরিবারের মেয়ে কীভাবে জড়িয়ে গেলেন ওই দুনিয়ায়? আবার কীভাবেই বা তা থেকে বেরিয়ে বলিউড মেনস্ট্রিমে জায়গা করে নিলেন? এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে এবার।

‘করণজিত্ কউর- দ্য  আনটোল্ড স্টোরি অফ সানি লিওন’-এর মাধ্যমে জানা যাবে এসব প্রশ্নের উত্তর। ওয়েব সিরিজের মাধ্যমে দেখানো হবে সানির জীবনের গল্প। সম্প্রতি মুক্তি পেয়েছে তার টিজার।

বিজ্ঞাপন

 টুইটারে ওয়েব সিরিজটির টিজার ভিডিও শেয়ার করেছেন সানি নিজেই। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার জীবন খুব তাড়াতাড়িই একটা খোলা বই হয়ে যাবে।’

সানির জীবনের উত্থান-পতনকে এই ওয়েব সিরিজে সুন্দরভাবে দেখানো হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট নির্মাতারা।

সারাবাংলা/পিএ/পিএম

সানি লিওন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর