Monday 28 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টিভ জবসের কন্যা ইভ জবসের স্বপ্নময় বিয়ে

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৬ জুলাই ২০২৫ ১৩:৩৫ | আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১৯:৪৯

একটা বিয়ের আয়োজন কীভাবে প্রযুক্তি, রাজনীতি, ফ্যাশন এবং রাজপরিবারের গন্ডি পেরিয়ে বৈশ্বিক মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে—তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন ইভ জবস। অ্যাপল সাম্রাজ্যের সহ-প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবসের কনিষ্ঠ কন্যা ইভের বিয়ে যেন কোনো রূপকথার গল্পকেও হার মানিয়েছে।

এক স্বপ্নের পরিণয়

ইভ জবস, বয়স মাত্র ২৭। বাবা স্টিভ জবসের উদ্ভাবনী চেতনা ও মা লরেন পাওয়েল জবসের সামাজিক নেতৃত্বের ছায়ায় বেড়ে ওঠা ইভ আজ নিজেই এক পরিচিত নাম। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক, আন্তর্জাতিক মডেলিং প্ল্যাটফর্ম ‘ডিএনএ মডেল ম্যানেজমেন্ট’-এর প্রতিনিধিত্ব করা এই তরুণী আজ জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করলেন— বিয়ে করলেন ব্রিটিশ অলিম্পিয়ান, ২৬ বছর বয়সী হ্যারি চার্লসকে।

বিজ্ঞাপন

দুজনের পরিচয় ২০২২ সালে। এরপর ২০২৩ সালে প্যারিস অলিম্পিকে প্রথমবার একসাথে জনসম্মুখে আসেন। আর ২০২৪ সালের সেপ্টেম্বরেই ঘোষণা দেন তাদের বাগদানের। আজ, ২৬ জুলাই, ২০২৫— তাদের সেই রূপকথার প্রেমের চূড়ান্ত শুভ পরিণয় ঘটল।

রাজকীয় আয়োজন, চোখ ধাঁধানো অতিথিসভা

বিয়ের ভেন্যু ছিল ইংল্যান্ডের ঐতিহ্যবাহী অক্সফোর্ডশায়ারের ‘এস্টেল ম্যানর’—একটি বিলাসবহুল হোটেল এবং প্রাসাদসদৃশ স্থাপনা। গোটা আয়োজনে খরচ হয়েছে প্রায় ৬৭ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮১ কোটি ৭৬ লাখ টাকারও বেশি। এই তথ্যই বলে দেয় আয়োজনটি কতটা রাজকীয় ছিল।

অতিথি তালিকায় ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা, প্রযুক্তি দুনিয়ার শীর্ষ ব্যক্তিত্ব, আন্তর্জাতিক মডেল ও ফ্যাশন আইকন এবং ক্রীড়া জগতের তারকারা। বিশেষ আকর্ষণ ছিল বিশ্বখ্যাত সংগীত শিল্পী স্যার এলটন জনের সরাসরি পরিবেশনা।

একজন জবস, নতুন পরিচয়ে

ইভ জবস একসময় ঘোড়দৌড়ের জন্যও পরিচিত ছিলেন, ছিলেন জাতীয় পর্যায়ের ঘোড়দৌড়বিদ। এখন তিনি আরও পরিচিত একজন ফ্যাশন আইকন হিসেবে। তার ব্যক্তিত্বে রয়েছে ক্যালিফোর্নিয়ান সরলতা আর ইউরোপীয় আভিজাত্যের মিশেল। তার বিয়ের পোশাক নিয়েও চলছে জল্পনা— বিশ্বখ্যাত ডিজাইনারের তৈরি বিশেষ ডিজাইন, গোপন রাখা হয়েছে সেটির ছবি প্রকাশ।

প্রেমের গল্পে প্রযুক্তির ছায়া

স্টিভ জবস ছিলেন এক প্রযুক্তিপাগল শিল্পী— যিনি বিশ্বাস করতেন, ‘Design is not just what it looks like and feels like. Design is how it works.’ আজ তার কন্যার বিয়েতেও সেই দর্শনের প্রতিচ্ছবি দেখা গেল—পরিপাটি, নিখুঁত পরিকল্পনা, নান্দনিকতা আর সৌন্দর্যের সংমিশ্রণ।

প্রভাব বিশ্বজুড়ে

এই বিয়ে শুধু ব্যক্তিগত একটি ঘটনা নয়, বরং বিশ্বের বিভিন্ন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আলোচিত একটি বিষয়। ‘একটি নতুন যুগের সূচনা’ হিসেবে অনেকেই দেখছেন এই রাজকীয় পরিণয়কে। প্রযুক্তি জগতের প্রভাবশালী উত্তরসূরি ও অলিম্পিয়ান তারকার জুটি যেন আধুনিক দুনিয়ার রূপকথা।

শেষ কথা

ইভ জবস ও হ্যারি চার্লসের বিবাহ শুধু দুটি মানুষের ভালোবাসার পূর্ণতা নয়, বরং এটি একটি যুগের, একটি দর্শনের, একটি পরিবারের নতুন অধ্যায়। হয়তো স্টিভ জবস আজ বেঁচে থাকলে বলতেন— ‘Stay hungry, stay foolish’— আর একঝাঁক ভালোবাসা দিয়ে আশীর্বাদ করতেন তার কন্যাকে।

সারাবাংলা/এফএন/এএসজি

স্টিভ জবসের কন্যা ইভ জবসের বিয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর