Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পর্দার মালালা এলো প্রকাশ্যে


৪ জুলাই ২০১৮ ১২:৪২ | আপডেট: ৪ জুলাই ২০১৮ ১৩:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালালা

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

মালালা ইউসুফজাই তখন বারো বছরের কিশোরী, নারী শিক্ষার প্রসারে লিখতেন ব্লগ। নিতান্তই যুক্তিনির্ভর সেসব লেখা পছন্দ হয়নি ধর্মীয় উগ্রপন্থীদের। একদিন স্কুল থেকে ফেরার পথে মালালা আক্রান্ত হন, উগ্রপন্থী তালেবানরা সরাসরি তার মাথায় গুলি করে। সৌভাগ্যক্রমে বেঁচে যান মালালা, তারপর মানবাধিকার রক্ষায় লড়াইয়ে অবদানের জন্য সবচেয়ে কম বয়সী হিসেবে লাভ করেন নোবেল শান্তি পুরস্কার।

মালালা ইউসুফজাইয়ের লড়াইয়ের গল্প নিয়ে বলিউডে তৈরি হচ্ছে একটি সিনেমা। আমজাদ খানের পরিচালনায় ছবিটির নাম রাখা হয়েছে ‘গুল মাকাই’। সেই ছবিরই ফার্স্ট লুক প্রকাশ্যে এলো মঙ্গলবার।

বিজ্ঞাপন

 

পাকিস্তানের সোয়াত উপত্যকার একজন সাধারণ মেয়ে থেকে সর্বকনিষ্ঠ নোবেলজয়ী হয়ে হওয়ার পথ কতটা কঠিন ছিলো মালালার জন্য সেটাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে প্রথম ঝলকে। দুই হাতে ধরে রাখা একটি বই এবং বইয়ের মধ্যে বিধ্বস্ত জনপদকে মালালার লড়াইয়ের রূপক হিসেবে দেখানো হয়েছে ছবিটির পোস্টারে।

‘গুল মাকাই’ ছবিতে কেবল মালার গল্পটাই দেখানো হয়নি, আছে তালেবান অধ্যুষিত সোয়াটের দৈনন্দিন জীবন যাপনের নানান মুহূর্তও। ছবির দৃশ্যধারণ করা হয়েছে কাশ্মীরে। এতে মালালা চরিত্রে অভিনয় করেছেন রিম শেখ। এছাড়াও অভিনয় করেছেন দিব্যা দত্ত, মুকেশ ঋষি, অভিমন্যু সিংহ ও আজাদ খান।

সারাবাংলা/টিএস/পিএম

গুল মাকাই মালালা মালালা ইউসুফজাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর