Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিয়াঙ্কার ‘অবৈধ কাজে’ পৌরসভার নোটিশ


৪ জুলাই ২০১৮ ১৪:১৬

প্রিয়াঙ্কা চোপড়া

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে নোটিশ ইস্যু করেছে দ্য বৃহানমুম্বাই নগর পৌরসভা। কারণ সুবারব্যান অশিয়ারায় প্রিয়াঙ্কা যে স্পা এবং সেলুনের নির্মাণ করছেন, সেটিকে অবৈধ বলছে নগর কর্তারা। প্রিয়াঙ্কার ব্যবসা প্রতিষ্ঠানের নাম ‘কারিশমা বিউটি স্পা অ্যান্ড সেলুন’।

পৌরসভার একটি সূত্র জানিয়েছে, কর্তৃপক্ষ এই অভিনেত্রীর প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পেয়েছে। তার ভিত্তিতেই পৌরসভার এই পদক্ষেপ। নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার একজন জেষ্ঠ ওয়ার্ড অফিসার বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আমাদের একটি দল সেই স্পা ও সেলুনে ঘুরে এসেছে। সেখানে দেখা গেছে যে, ব্যবসা প্রতিষ্ঠানে মধ্যবর্তী একটি তলা নির্মাণ করা হচ্ছে। যেটা মহারাষ্ট্রের আঞ্চলিক ভবন আইন বহির্ভূত।’

স্পা এবং সেলুনে গিয়ে আরও পাওয়া গেছে অনুমোদনহীন কাচের দেয়ালের কেবিন। অনুমোদনহীন কক্ষ ও খালি জায়গাও রয়েছে প্রিয়াঙ্কার প্রতিষ্ঠানে। জেষ্ঠ ওয়ার্ড অফিসার আরও জানান, ‘নোটিশে আমরা এই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে বলেছি যে অনুমোদনহীন কাজগুলো বাদ দিয়ে দিতে। ২০১৩ সালে অনুমোদিত যে নকশা, সেটা অনুযায়ী নির্মাণের কাজ চালিয়ে যেতে বলা হয়েছে।’

প্রিয়াঙ্কা চোপড়া যদি এই নোটিশ না মানেন, তাহলে আইনমতে দ্য বৃহানমুম্বাই পৌরসভা কর্তৃপক্ষ কারিশমা বিউটি স্পা অ্যান্ড সেলুনের স্থাপনা ধ্বংস করে দেবে।

তবে আইনে এই সুযোগও আছে যে, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক অর্থাৎ প্রিয়াঙ্কা চাইলে শাস্তি স্বরুপ আর্থিক ক্ষতিপূরণ দিয়ে নির্মাণ কাজ চলমান রাখতে পারবেন। চোপড়া তার এই প্রতিষ্ঠানটি অন্য একজনকে ভাড়া দিয়ে রেখেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ/টিএস

নোটিশ প্রিয়াঙ্কা চোপড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর