Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারও আইরিন


২৪ ডিসেম্বর ২০১৭ ০৯:০৯ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৭ ০৯:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

র‌্যাম্প থেকে চলচ্চিত্রে আসা নতুনদের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় অভিনেত্রী আইরিন। ছোটপর্দা, বড়পর্দা মিলিয়ে অভিনয়ও করছেন নিয়মিত। এবার তিনি মিজান আফসারি পরিচালিত ‘তোলপাড়’ নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটিতে আইরিনের সঙ্গে জুটি বাঁধছেন নবাগত সনি রহমান।

নতুন বছরের শুরুতে ‘তোলপাড়’ সিনেমার শুটিং শুরু হবে। এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক মিজান আফসারি জানান, পহেলা জানুয়ারি থেকে এফডিসিতে ‘তোলপাড়’ সিনেমার শুটিং শুরু হবে। এখানেই হবে সিনেমাটির প্রথম লটের শুটিং হবে। এরপর ছবিটির বাকী অংশের শুটিং হবে পার্বত্য চট্টগ্রামে।

বিজ্ঞাপন

‘তোলপাড়’ সিনেমার একটি গানের রেকর্ডিংও এরই মধ্যে শেষ হয়েছে। কবির বকুলের কথায় ও আহমেদ হুমায়ুনের সংগীতায়োজনে গানটিতে কন্ঠ দিয়েছেন বেলাল খান ও গ্রেইজি। ছবিতে মোট চারটি গান থাকবে বলে জানান পরিচালক মিজান আফসারি।

সনি রহমানকে এর আগে খলনায়কের চরিত্রে দেখেছেন দর্শক। তবে প্রথমবারের মতো বড় পর্দায় নায়ক হিসেবে অভিনয় করতে যাচ্ছেন তিনি। অপরদিকে, ‘তোলপাড়’ আইরিনের ষষ্ঠ ছবি।

সারাবাংলা/টিএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর