Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতে হাজিরা দিলেন আসিফ আকবর


৫ জুলাই ২০১৮ ১৭:৩৮

আসিফ আকবর

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা মামলায় হাজিরা দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। বৃহস্পতিবার সকাল ১০ টায় তিনি ঢাকা মহানগর হাকিম আবু সাঈদের আদালতে হাজিরা দেন।

সঙ্গীতশিল্পী শফিক তুহিনের দায়ের করা আইসিটি মামলায় পুলিশ প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল বৃহস্পতিবার। কিন্তু প্রতিবেদন জমা না হওয়ায় আগামী ৮ আগস্ট নতুন দিন ধার্য করেছেন আদালত।

এর আগে এ মামলায় গত ৬ জুন এ আসামির ৫ দিনের রিমান্ড ও জামিনের উভয় আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত। ৫ দিন কারাভোগের পর গত ১১ জুন আদালত আসিফের জামিন মঞ্জুর করলে ওইদিনই তিনি মুক্তি পান।

 ৪ জুন সন্ধ্যায় সঙ্গীতশিল্পী শফিক তুহিন তেজগাঁও থানায় মামলাটি করলে ৫ জুন রাত দেড়টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল আসিফকে গ্রেপ্তার করে। মামলায় আসিফ ছাড়া আরও চার-পাঁচজন অজ্ঞাতনামা।

মামলায় অভিযোগ শফিক তুহিন অভিযোগ করেছেন, গত ১ জুন রাত নয়টার দিকে একটি চ্যানেলের ‘সার্চ লাইট’ অনুষ্ঠানের মাধ্যমে তিনি জানতে পারেন, আসিফ অনুমতি ছাড়াই তাঁর সংগীতকর্মসহ অন্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করেছেন। এরপরে তিনি বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে জানতে পারেন, আসিফ তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান আর্ব এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে গানগুলো ডিজিটাল রূপান্তর করে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন।

এর পরে অনুমোদন ছাড়া গান বিক্রির বিষয়টি উল্লেখ করে তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দেন। তাঁর সেই পোস্টের নিচে আসিফ অশালীন মন্তব্য ও হুমকি দেন। পরের দিন রাত আসিফ তার ফেসবুক পেজে লাইভে আসেন। লাইভে শফিক তুহিনের বিরুদ্ধে অবমাননাকর, অশালীন ও মিথ্যা বক্তব্য দেন। ফেসবুকে পেজে লাইভে এসে ভক্তদের উদ্দেশে বলেন, শফিক তুহিনকে যেখানেই পাবেন, সেখানেই প্রতিহত করবেন। তিনি উসকানি দিয়েছেন। বাদী শফিক তুহিনের মানহানি হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/পিএ

আসিফ আকবর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর