বলিউডের প্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। অভিনয়ের জন্য দর্শকমহলে প্রশংসিত হলেও সম্প্রতি তার নাম আলোচনার কেন্দ্রে এসেছে এক ভিন্ন কারণে। ভারতের চণ্ডীগড়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) মাদকবিরোধী প্রচারমূলক ভিডিওতে অংশ নেওয়ার পরই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন আলিয়া।
ভিডিওতে আলিয়া বলেন, “মাদকাসক্তি আমাদের জীবন, সমাজ ও জাতির জন্য হুমকি। জীবনকে হ্যাঁ বলুন, মাদককে না বলুন।” ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নেটিজেনরা তার অতীতের যোগাযোগ এবং ব্যক্তিগত পরিচয়কে নিয়ে ট্রোল করতে শুরু করেন। এর ফলে ভিডিওর মন্তব্য করার অপশন বন্ধ করতে হয়। তবুও সোশ্যাল মিডিয়ায় মানুষ নানা ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন, কেউ কেউ ভিডিওকে ‘বিদ্রূপাত্মক’ বলে উল্লেখ করেছেন।
কিন্তু এর মধ্যেও লক্ষ্যণীয় যে আলিয়ার উদ্দেশ্য ছিল সমাজকে একটি গঠনমূলক বার্তা দেওয়া। তিনি চাইছেন নতুন প্রজন্মকে সচেতন করতে এবং মাদকবিরোধী প্রচেষ্টায় সবাইকে যুক্ত করতে। যদিও বিতর্ক সৃষ্টি হয়েছে, তবুও আলিয়ার উপস্থিতি সামাজিক বার্তা পৌঁছে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ।