জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সাংস্কৃতিক আয়োজন
৬ জুলাই ২০১৮ ১৪:০৪ | আপডেট: ৬ জুলাই ২০১৮ ১৪:০৫
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ৪১ তম আসর বসছে ৮ জুলাই। এদিন ২০১৬ সালের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার প্রদান অনুষ্ঠানটি হবে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে। সেখানে চলচ্চিত্রের শিল্পী-কলাকুশলীদের অংশগ্রহণে থাকবে সাংস্কৃতিক আয়োজনও।
সাংস্কৃতিক আয়োজনটি রাখা হয়েছে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে। প্রথমে অতিথিদের শুভেচ্ছা বক্তৃতার পর দেয়া হবে পুরস্কার। এরপর শুরু হবে জমকালো সাংস্কৃতিক আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।
এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে নায়ক ফারুক ও নায়িকা ববিতাকে দেয়া হবে আজীবন সম্মাননা। এ কারণে সাংস্কৃতিক আয়োজনের নাচের অংশটি সাজানো হয়েছে তাদের সিনেমার গান দিয়ে। ফারুক-ববিতা জুটির কয়েকটি গানে এদিন নাচবেন বাংলা সিনেমার বর্তমান প্রজন্মের পাঁচ তারকা জুটি। এছাড়াও নৃত্য পরিবেশন করবেন সাদিয়া জাহান মৌ।
শিল্পী সমিতির সাধারন সম্পাদক জায়েদ খান জানিয়েছেন, ফারুক-ববিতার গানে তার সঙ্গে জুটি বাঁধবেন চিত্রনায়িকা সাহারা। এছাড়াও একই পরিবেশনায় দেখা মিলবে রিয়াজ-অপু বিশ্বাস, আমিন খান-পপি, ইমন-তমা মির্জা ও সাইমন-সিমলা জুটিরও। আয়োজনটির নৃত্য পরিচালনা করছেন মাসুম বাবুল ও ইভান শাহরিয়ার সোহাগ।
এবারের আয়োজনে বেশ গুরুত্বের সঙ্গে রাখা হয়েছে বাংলা গানের কিংবদন্তী শিল্পী গায়ক সৈয়দ আবদুল হাদীর গান। এছাড়াও নতুনদের মধ্যে প্রতীক হাসান, কোনাল, রাজীবসহ আরও অনেকে গান শোনাবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে।
ছবি: আশীষ সেনগুপ্ত
সারাবাংলা/টিএস/পিএ