বলিউড সিনেমা নির্মাতা প্রয়াগরাজের ‘পতি পত্নী অউর ওহ-টু’ শুটিং সেটে ঘটে গেছে একাধিক বিশৃঙ্খলা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, নায়ক আয়ুষ্মান খুরানা ও অভিনেত্রী সারা আলি খানের মধ্যে কথাকাটাকাটি এবং স্থানীয়দের সঙ্গে কলাকুশলীদের হাতাহাতি ঘটেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শুটিং দেখতে ভিড় করা স্থানীয়দের সঙ্গে কলাকুশলীদের বাকবিতণ্ডা একপর্যায়ে মারধর, চুল টানা এবং হেঁচড়া পর্যন্ত পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য স্থানীয় পুলিশ ও কিছু মানুষ এগিয়ে আসে।
একই সময় গাড়িতে বসা অবস্থায় আয়ুষ্মান ও সারার মধ্যে ঝগড়া শুরু হয়। রাগের মাত্রা বেশি হওয়ায় সারা গাড়ি থেকে নামেন। তবে, এটি আসল ঘটনা নাকি শুটিংয়ের অংশ, তা নিয়ে নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।
নতুন এই ছবিতে আয়ুষ্মান খুরানা ও সারা আলি খানের সঙ্গে দেখা যাবে ওয়ামিকা গাব্বিকেও। তবে ঘটনার বিষয়ে এখনও নির্মাতাদের কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।