বলিউডের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম আসরে সালমান খানের সাথে আবারও দর্শকদের মন জয় করতে হাজির হয়েছেন হাই-প্রোফাইল প্রতিযোগীরা। এবারের আসরে আলোচনার কেন্দ্রে রয়েছেন উদ্যোক্তা ও অনলাইন ইনফ্লুয়েন্সার তনয়া মিত্তাল, যিনি শোতে অংশগ্রহণের আগেই নজর কেড়েছেন তার বিলাসবহুল জীবনধারা ও সাহসী স্টাইলে।
তনয়া মিত্তাল জানান, তিনি শোতে ৮০০-র বেশি শাড়ি নিয়ে এসেছেন। প্রতিদিনের জন্য তিনি তিনটি করে শাড়ি বেছে রেখেছেন, যা দিনের বিভিন্ন সময়ে পরিবর্তন করবেন। তনয়ার এই ঘোষণায় শোতে অংশগ্রহণকারী এবং দর্শক উভয়ই চমকে গেছেন। তনয়া বলেন, ‘আমি আমার বিলাসবহুল জীবন ছেড়ে আসিনি। আমার গহনা, অন্যান্য জিনিস এবং ৮০০-এর বেশি শাড়ি সঙ্গে এনেছি। প্রতিটি দিন আমি নিজস্ব স্টাইলে উপস্থিত থাকব।’
শোতে অংশ নেওয়ার প্রথম দিনেই তনয়া তার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে মন্তব্য করেছেন। তিনি জানান, তার দেহরক্ষীরা বিশেষ প্রশিক্ষিত এবং আগে কুম্ভ মেলায় শতাধিক মানুষের জীবন রক্ষা করেছেন। তিনি বলেন, ‘আমাদের পরিবারের সব সদস্যের নিরাপত্তা রয়েছে এবং আমরা নিরাপত্তাকর্মীদের সঙ্গে থাকতে অভ্যস্ত।’
‘বিগ বস ১৯’-এর গ্র্যান্ড প্রিমিয়ারে সালমান খান প্রতিযোগীদের পরিচয় করিয়ে দেন। এবারের তালিকায় রয়েছেন অশনুর কৌর, জিশান কাদরি, নাগমা মিরাজকর, আয়েশ দারবার, নেহাল চুড়াসামা, অভিষেক বাজাজ, বাসির আলি, গৌরব খান্না, নাতালিয়া জানোসেক, প্রণীত মোরে, ফারহানা ভাট, নীলম গিরি, কুনিক্কা সুদানন্দ, আমাল মালিক এবং মৃদুল তিওয়ারি। তবে প্রথম পর্বেই ফারহানা শো থেকে বাদ পড়েছেন।
এই আসরের ‘বিগ বস’ প্রতিযোগীরা প্রতিদিন রাত ৯টায় জিও হটস্টার এবং রাত সাড়ে ১০টায় কালারস টিভি-তে দেখতে পাবেন দর্শকরা।
তনয়া মিত্তালের সাহসী স্টাইল এবং ৮০০ শাড়ির বিলাসবহুল কালেকশন শোতে নতুন মাত্রা যোগ করেছে। দর্শকদের জন্য এটি একটি রঙিন ও চমকপ্রদ অভিজ্ঞতা হয়ে উঠেছে।