তিনি বলিউডের ‘কুইন’। তিনি একদিকে জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী, অন্যদিকে বিতর্কের শীর্ষ নাম। হ্যাঁ, বলছি কঙ্গনা রানাউতের কথা। রাজনীতিতে মন টিকছে না, আর তাই কি তিনি ফিরছেন আবারও বড় পর্দায়?
২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন কঙ্গনা রানাউত। হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে সাংসদ হয়েছিলেন তিনি। কিন্তু মাত্র এক বছরের মাথায়ই বারবার প্রকাশ্যে বলেছেন— রাজনীতি তার জন্য নয়।
রাজনীতির জটিলতা, প্রশাসনিক চাপ, সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যা—সবকিছুই তার কাছে ‘অপ্রত্যাশিত’। নিজের ভাষায় তিনি বলেছিলেন— ‘আমি ভেবেছিলাম রাজনীতিতে জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে কাজ করব। কিন্তু মানুষ আমার কাছে আসছে নালা পরিষ্কার করা, রাস্তা মেরামত করা বা পানি সরবরাহের মতো সমস্যার সমাধান চাইতে। এগুলো আমি কল্পনাও করিনি।’
এছাড়াও রাজনীতির অর্থনৈতিক দিক নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন কঙ্গনা। ফলে অনেকে বলছেন, হয়তো এই কারণেই ধীরে ধীরে সিনেমার দুনিয়ায় ফেরার পরিকল্পনা করছেন তিনি।
তবে কঙ্গনার সাম্প্রতিক কয়েকটি সিনেমা বক্স অফিসে সফল হয়নি। যেমন ‘ধাকড়’ (২০২২) – বড় বাজেটের এই অ্যাকশন ফিল্ম ভরাডুবি ঘটায়। একইভাবে ‘থালাইভি’ (জয়ললিতার বায়োপিক) সমালোচকদের প্রশংসা পেলেও ব্যবসা করতে পারেনি।
কিন্তু, তার অভিনয় দক্ষতা নিয়ে কখনও প্রশ্ন ওঠেনি। বরং তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
‘ফ্যাশন’ (২০০৮) – সেরা সহ-অভিনেত্রী
‘কুইন’ (২০১৪) – সেরা অভিনেত্রী
‘তনু ওয়েড্স মনু রিটার্নস’ (২০১৫) – সেরা অভিনেত্রী
‘মণিকর্ণিকা’ ও ‘পাঙ্গা’ (২০২০) – যৌথভাবে সেরা অভিনেত্রী
এবার কঙ্গনা ফিরছেন আবারও তার আইকনিক চরিত্রগুলো নিয়ে। নভেম্বর থেকেই শুরু হচ্ছে ‘কুইন ২’–এর শুটিং। চিত্রনাট্য প্রস্তুত, শুটিং হবে ভারত ও লন্ডনে। আগের মতোই এক নারীর আত্ম-অন্বেষণের গল্প, তবে এবার আরও আধুনিক ছোঁয়ায়।
এরপর আসছে ‘তনু ওয়েড্স মনু ৩’। আনন্দ এল রাই পরিচালিত এই সিনেমায় কঙ্গনার বিপরীতে থাকছেন আর. মাধবন। আগের দুই কিস্তি দর্শকের মনে ঝড় তুলেছিল। জানা যাচ্ছে, ২০২৬ সালে শুরু হবে শুটিং।
বলিউডের ঘনিষ্ঠ সূত্র বলছে, কঙ্গনা এবার আর কেবল অভিনয়েই সীমাবদ্ধ থাকবেন না। তিনি নিজের প্রোডাকশন হাউস ‘মণিকর্ণিকা ফিল্মস’–এর ব্যানারে একাধিক প্রোজেক্ট বানাতে চাইছেন।
তবে কঙ্গনা মানেই শুধু সিনেমা নয়, বরং বিতর্কও। বলিউডের একাধিক তারকার সঙ্গে প্রকাশ্যে বিবাদে জড়িয়েছেন তিনি। করণ জোহরকে ‘নেপোটিজমের গডফাদার’ বলা থেকে শুরু করে হৃতিক রোশনের সঙ্গে তিক্ত সম্পর্ক— সবসময়ই আলোচনায় থেকেছেন। তবুও সত্যটা হলো— যখনই তিনি পর্দায় এসেছেন, দর্শক তাকে হতাশ করেনি। ‘কুইন’ সিনেমায় এক সাধারণ মেয়ের চরিত্রে অভিনয় করে তিনি হয়ে ওঠেন কোটি মানুষের অনুপ্রেরণা।
এখন প্রশ্ন— কঙ্গনা রানাউতের আসন্ন সিনেমাগুলো কি বলিউডে আবারও কঙ্গনার রাজত্ব ফিরিয়ে আনবে?