Thursday 04 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোমান্স মানেই শাহরুখ আর রানি

সানজিদা যুথী
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৫

বলিউডের সেই সোনালি যুগের কথা মনে আছে? যেখানে একসাথে পর্দা কাঁপাতেন শাহরুখ খান আর রানি মুখার্জি!

হ্যাঁ, সেই প্রিয় জুটিকে আবারও একসাথে দেখে ভক্তদের চোখে জল এসে গেছে আনন্দে।

সম্প্রতি শাহরুখ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি ভিডিও— যেখানে তিনি আর রানি মেতে উঠেছেন নাচে, ‘তু পেহলি তু আখেরি’ গানটির তালে। এই গানটি কিন্তু শাহরুখের ছেলে আরিয়ান খানের পরিচালিত আসন্ন ওয়েব সিরিজ থেকে নেওয়া।

ভিডিওতে শাহরুখের নীল সোয়েটার আর ডেনিম, আর রানির সাদা ক্রপ টপ আর ধূসর জিন্সে- একেবারে পুরোনো দিনের ম্যাজিক ফিরিয়ে এনেছে।

এবারের ন্যাশনাল অ্যাওয়ার্ড জয়ের আনন্দও তারা ভাগ করে নিয়েছেন একসাথে। শাহরুখ ‘জওয়ান’-এর জন্য শ্রেষ্ঠ অভিনেতা, আর রানি ‘মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে’-এর জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেয়েছেন। দুজনের সাফল্যের এই যৌথ উদযাপন— শুধু পুরস্কার নয়, বরং একে অপরের প্রতি বন্ধুত্ব আর শ্রদ্ধারও প্রতীক।

বিজ্ঞাপন

ভক্তদের কাছে এই মুহূর্ত যেন একেবারে স্বপ্নের মতো। অনেকে লিখেছেন— ‘এত বছর পর আবার তাদের একসাথে দেখে মন ভরে গেছে।’

প্রসঙ্গত, শাহরুখ-রানি জুটি বলিউডের রোমান্টিক সিনেমার ইতিহাসে অমর। ‘চালতে চালতে’, ‘কাভি খুশি কাভি গম’, ‘পেহলি’, ‘ভীর জারা’— যে ছবিগুলো আজও দর্শকদের হৃদয়ে বেঁচে আছে। তাদের এই রিইউনিয়ন ভিডিও যেন আবারও মনে করিয়ে দিল— ‘রোমান্স মানেই শাহরুখ আর রানি।’

সারাবাংলা/এসজে/এএসজি

রানি মুখার্জি শাহরুখ খান

বিজ্ঞাপন

খুলনায় যুবককে গুলি করে হত্যা
৫ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪১

আরো

সম্পর্কিত খবর