Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলচ্চিত্রে আগ্রহি নন সুজানা


৭ জুলাই ২০১৮ ১৫:১৪ | আপডেট: ১০ জুলাই ২০১৮ ১৪:৪০

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।

সুজানা জাফরকে তুলনা করা যেতে পারে মিশরীয় সভ্যতার ফারাও রাজবংশের সর্বশেষ রাণী ক্লিওপেট্রার সাথে। ইতিহাসের এই নারী চরিত্রটি একদিকে যেমন অনিন্দ্য সুন্দরী ছিলেন, তেমনি ছিলেন রহস্যময়ী। সুজানা জাফর ঠিক তেমন। মিষ্টি হাসির মাঝে লুকিয়ে রাখেন একরাশ রহস্য। যে রহস্যভেদ করে সফল হওয়া খুব একটা সহজ কাজ নয়। এই যেমন তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জনৈক এক পুরুষের সাথে বৃষ্টি ভেজা ছবি পোস্ট করে রহস্যের জন্ম দিয়েছেন। রহস্য উন্মোচনের জন্য যোগাযোগ করা হলে কোনও কিছু খোলাসা না করে বরং রহস্য জিইয়ে রাখলেন তিনি।

বিজ্ঞাপন

আলোচিত ছবি প্রসঙ্গে সুজানা জাফর সারাবাংলাকে বলেন, ‘অনেক গণমাধ্যম আমাকে না জানিয়ে খবর করেছে যে আমি কক্সবাজারে নাটকের শুটিং করতে গিয়েছি। এটা সত্য নয়। আমি কাউকে বলিনি ওটা নাটকের ছবি। আর এখনই ছবি নিয়ে কিছু বলতে চাইনা। বিষয়টা আপাতত গোপণই রাখতে চাই। সময় হলে সবাই জানতে পারবে।’

আজকাল সুজানাকে ছোটর্দায় খুব কম দেখা যাচ্ছে। ঈদেও তাকে কোনও নাটকে অভিনয় করতে দেখা যায়নি। ফ্যাশন হাউজ ‘সুজানাস ক্লজেট’ নিয়ে দম ফেলার সময় নেই বলেই নাটকে দেখা যাচ্ছে না তাকে। এ বিষয়ে তিনি বলেন,‘ব্যবসা নিয়ে ব্যস্ততার কারণে নাটকে অভিনয় করার সময় পাইনা। তাছাড়া আমি তো বেশি নাটক কখনও করিনা। বেছে বেছে কাজ করি। ঈদ আসলে আমার ব্যস্ততা আরও বেড়ে যায়।’

তো মডেল-অভিনেত্রী সুজানার হঠাৎ ব্যবসায়ী হয়ে ওঠার কারণ কি? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি আগে থেকেই ব্যবসা করি। এর আগে একজনের সাথে যৌথভাবে ব্যবসা আরম্ভ করেছিলাম। কিন্তু তার সাথে কিছু সমস্যার কারণে সরে আসতে হয়েছে। তা প্রায় এক বছর আগের ঘটনা। তবে আমি পাঁচ ছয় বছর ধরেই ব্যবসা করছি। কিন্তু দোকান ছিলো না। বাসায় করতাম। আসলে কাপড় ডিজাইনের ওপর আমার এক ধরনের নেশা কাজ করে।’

বিজ্ঞাপন

কিন্তু এদিকে ভক্তরা যে তাকে পর্দায় না পেয়ে অভিমান করে আছেন। সুজানাও জানেন ভক্তদের সেই অভিমানের কথা। তাই তিনি খুব দ্রুত ভক্তদের অভিমান ভাঙাতে চান। জানালেন, ঈদুল আজহায় ভক্তদের জন্য চমক নিয়ে আসছেন তিনি।

অন্যদিকে চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে সংবাদ মাধ্যমে খবর হয়েছিল তিনি চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সত্যই কি চলচ্চিত্রে অভিনয় করতে চলেছেন পর্দায় শুভ্রতা ছড়ানো এই অভিনেত্রী? এমন প্রশ্ন সরাসরি নাকচ করে দিলেন সুজানা। বললেন, ‘যেখানে নাটকে সময় দিতে পারছি না সেখানে চলচ্চিত্রে কাজ করার প্রশ্নই আসে না। যারা এ ধরণের খবর লিখেছে তারা আমার সাথে কোনরকম কথা বলেনি। আমি চলচ্চিত্রে অভিনয় করতে আগ্রহী নই। তবে যদি কখনও ‘মনপুরা’, ‘আয়নাবাজি’র মতো মানসম্মত ছবির প্রস্তাব আসে তাহলে ভেবে দেখবো।

সারাবাংলা/আরএসও/পিএম

 

বিজ্ঞাপন

শুটিং খরচ কমালো এফডিসি
১৫ জানুয়ারি ২০২৫ ১৮:০২

১০০ পর্বে ‘সিটি লাইফ’
১৫ জানুয়ারি ২০২৫ ১৭:৩৮

আরো

সম্পর্কিত খবর