Wednesday 10 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাকিবের নতুন ছবিতে বলিউডের তারকা চিত্রগ্রাহক অমিত রায়

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৩

ঢালিউড কিং শাকিব খান এবার বড়সড় চমক দিলেন ভক্তদের। তার নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-এর ক্যামেরার দায়িত্বে থাকছেন বলিউডের নামী ডিরেক্টর অব ফটোগ্রাফি (ডিওপি) অমিত রায়। শাহরুখ খান, রণবীর কাপুরসহ বলিউডের শীর্ষ নায়কদের একের পর এক ছবির ভিজ্যুয়াল ম্যাজিক তৈরি করেছেন যিনি— এবার তাকেই পাচ্ছেন শাকিব!

অমিত রায়ের যাত্রা শুরু হয় ২০০০ সালের গোড়ার দিকে। কিংবদন্তি নির্মাতা রাম গোপাল ভার্মার হাত ধরে তিনি বলিউডে প্রবেশ করেন। শুরুতেই নিজেকে আলাদা করে তুলেছিলেন বুদ্ধিমত্তা ও কারিশমায়। ২০০৩ সালে ‘দরনা জরুরি হ্যায়’ সিনেমার একটি দৃশ্য মাত্র ৩০০ টাকার ফিল্টার ব্যবহার করে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছিলেন তিনি। পোস্ট-প্রোডাকশনের ব্যয়সাপেক্ষ কাজ না করেই তৈরি করেছিলেন এক জাদুকরি ভিজ্যুয়াল— যা অবাক করেছিল নির্মাতা রাম গোপাল ও সাজিদ খানকে।

বিজ্ঞাপন

শুধু প্রতিভাবান নন, ব্যক্তিত্বেও দৃঢ় অমিত। রাম গোপাল ভার্মার প্রযোজিত ছবিতে কখনও ক্যামেরা ধরেননি তিনি। বরং স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন— কাজ করবেন কেবল রাম গোপাল ভার্মা পরিচালিত সিনেমাতেই। এই দৃঢ় অবস্থানই তাকে বলিউডে আরও সম্মানিত করেছে।

অমিত রায় এখন বলিউডের প্রথম সারির ডিওপি। তার ক্যামেরার মুগ্ধতায় ভেসেছে শাহরুখ খান, রণবীর কাপুর, রণবীর সিংসহ অগণিত তারকা। অ্যানিমাল, ডাংকি, নিশাব্দ, শি, ইশক বিশক, ফিদা, সরকার, দেবা, রান, লাভ আজ কাল ২— একের পর এক হিট সিনেমার ভিজ্যুয়াল কৃতিত্ব তার হাতে।

এবার ঢাকাই চলচ্চিত্রে শাকিব খানের জন্য ক্যামেরা ধরবেন এই বলিউডীয় জাদুকর। ঢালিউড কিংকে আন্তর্জাতিক মানের ভিজ্যুয়ালে দেখতে মুখিয়ে আছেন ভক্তরা। শাকিবিয়ানরা বলছেন, ‘যে ডিওপি শাহরুখ-রণবীরদের সিনেমায় ম্যাজিক দেখান, এবার তার ক্যামেরায় শাকিব খান— এটা ঢালিউডের জন্য বিশাল অর্জন!’

এদিকে সিনেমার জন্য চলছে নতুন নায়িকা খোঁজা। ইতোমধ্যেই রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ফলে সিনেমাটিকে ঘিরে প্রত্যাশা আরও বেড়ে গেছে।

সব মিলিয়ে, ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ শুধু শাকিব খানের ক্যারিয়ারেরই নয়, ঢালিউড ইন্ডাস্ট্রির জন্যও বড়সড় মাইলফলক হয়ে উঠতে পারে— এমনটাই বলছেন সিনেমাপ্রেমীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর