Wednesday 10 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই পূজায় ‘রঘু ডাকাত’ হয়ে আসছে দেব

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৩

বাংলা সিনেমার ইতিহাসে এবার যোগ হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। দেব অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রঘু ডাকাত’ ইতিমধ্যেই দর্শকমহলে তুমুল আগ্রহ সৃষ্টি করেছে।

সিনেমাটি পরিচালনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। প্রযোজনায় রয়েছেন শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি এবং দেব অধিকারী নিজে। ছবিটি নির্মিত হয়েছে এসভিএফ এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারসের ব্যানারে।

গল্প আবর্তিত হয়েছে ১৮শ শতকের বাংলায়, ব্রিটিশ শাসনের সময়। সেই সময়ের শোষণ-বঞ্চনা আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এক কিংবদন্তি ডাকাত— রঘু ডাকাত। ডাকাত হলেও তিনি হয়ে উঠেছিলেন সমাজের অবহেলিত ও নিপীড়িত মানুষের নায়ক। সিনেমায় ফুটে উঠবে সেই্ সংগ্রাম, প্রতিরোধ এবং বীরত্বগাথা।

বিজ্ঞাপন

দেব বিপরীতে রয়েছেন ইধিকা পাল, এছাড়া অনির্বাণ ভট্টাচার্য সোহিনী সরকারসহ গুনিসব শিল্পীরা৷

২০২৫ সালের মার্চ মাসে শুরু হয় ছবির শুটিং। এরপর ধাপে ধাপে প্রকাশিত হয়েছে পোস্টার, টিজার ও গান। বিশেষ করে ১৫ আগস্ট প্রকাশিত অফিসিয়াল টিজার ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রচারনার অংশ হিসেবে কলকাতা, মালদা ও শিলিগুড়িতে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। মালদায় উন্মোচন করা হয় ছবির গান ‘ঝিলমিল লাগে রে’।

সিনেমায় শুধু অ্যাকশন ও ইতিহাস নয়, রয়েছে আধ্যাত্মিক আবহও। কালীপূজার মন্ত্র— ‘জয় কালী’—এর প্রতিধ্বনি পুরো ছবিকে দিয়েছে এক বিশেষ মাত্রা।

ছবিটি মুক্তি পেতে যাচ্ছে এই বছরের দুর্গাপূজায়। নির্ধারিত সময় অনুযায়ী ২৬ সেপ্টেম্বর বা ২ অক্টোবরের মধ্যে বড়পর্দায় দেখা যাবে ‘রঘু ডাকাত’।

‘রঘু ডাকাত’ শুধু একটি সিনেমা নয়, বরং ইতিহাস, লোককথা ও ন্যায়ের লড়াইয়ের এক অসাধারণ উপস্থাপনা। দেবের ক্যারিয়ারের অন্যতম বড় চরিত্র হতে চলেছে এটি। দর্শকরা এখন অপেক্ষা করছেন, কবে তারা বড়পর্দায় দেখবেন রঘুর বীরত্বগাথা।

সারাবাংলা/এসজে/এএসজি

দেব পূজা রঘু ডাকাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর