Thursday 11 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়া আহসান আবারও ইউএনডিপি’র শুভেচ্ছা দূত

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫২

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে তৃতীয়বারের মতো জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে পুনর্নিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার ইউএনডিপি অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২০২২ সালে প্রথমবার শুভেচ্ছা দূতের দায়িত্ব পান জয়া আহসান। এরপর থেকে তিনি ধারাবাহিকভাবে দারিদ্র্য হ্রাস, নারী-পুরুষের সমতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সচেতনতা বৃদ্ধির কাজ করে আসছেন। নতুন মেয়াদ অনুযায়ী তার দায়িত্ব ২০২৭ সাল পর্যন্ত বহাল থাকবে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামীতে শুভেচ্ছা দূত হিসেবে জয়া আহসান এসডিজি বাস্তবায়নে জনসচেতনতা ও জনসমর্থন বাড়াতে আরও সক্রিয় ভূমিকা পালন করবেন।

বিজ্ঞাপন

নতুন দায়িত্ব পেয়ে অনুভূতি জানাতে গিয়ে জয়া আহসান বলেন, ‘ইউএনডিপির সঙ্গে এই যাত্রা চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত। এসডিজি অর্জনের জন্য মাত্র পাঁচ বছর বাকি, তাই এর গুরুত্ব এখন আগের চেয়েও বেশি। এটি আমাদের সবার যৌথ দায়িত্ব, এবং আমিও এই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, যেন সবাই মিলে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।’

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, ‘জয়া আহসানকে আবার আমাদের শুভেচ্ছা দূত হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তিনি শুধু একজন খ্যাতনামা শিল্পী নন, বরং সুন্দর ও টেকসই সমাজ গড়ে তোলার জন্য একজন শক্তিশালী প্রতিনিধি। তার কাজের মাধ্যমে এসডিজি বার্তাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে।’

বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এর আগে বাংলাদেশ ও ভারতীয় সিনেমায় তার অসাধারণ অভিনয়ের জন্য একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। অভিনয়ের বাইরে তিনি সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমেও সক্রিয়ভাবে যুক্ত আছেন।

ইউএনডিপি ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন দেশের সরকার ও নাগরিকদের সঙ্গে কাজ করছে। শুভেচ্ছা দূত হিসেবে জয়া আহসান বাংলাদেশে এ বিষয়গুলোকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করবেন।

সারাবাংলা/এসজে/এএসজি

ইউএনডিপি’র শুভেচ্ছা দূত জয়া আহসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর