চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস, বা অস্কার। আসছে বছরের শুরুতে অনুষ্ঠিত হবে এর ৯৮তম আসর। পৃথিবীর নানা প্রান্ত থেকে জমা পড়বে অসংখ্য সিনেমা, আর অংশ নেবেন বিশ্ব চলচ্চিত্রের বিখ্যাত সব তারকা ও নির্মাতা। সেই আসরে প্রতিবছরের মতো এবারও থাকছে বাংলাদেশের অংশগ্রহণ।
বাংলাদেশ থেকে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে প্রতিযোগিতার জন্য ইতোমধ্যেই সিনেমা আহ্বান করা হয়েছে। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস) জানিয়েছে, ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা রাখে। সর্বশেষ খবর অনুযায়ী, এবারে বাংলাদেশ থেকে জমা পড়েছে পাঁচটি সিনেমা। সেখান থেকে একটি চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে যাবে অস্কারের লড়াইয়ে।
চলুন জেনে নেওয়া যাক, কোন কোন চলচ্চিত্র আছে এই তালিকায়—
নকশিকাঁথার জমিন
জয়া আহসান অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক এই ছবির গল্প দুই বোন রাহেলা ও সালেহাকে ঘিরে। মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে তাদের সংগ্রাম, টিকে থাকা এবং আত্মত্যাগই সিনেমার মূল সুর। ছবিতে আরও আছেন ইরেশ যাকের, রওনক হাসান ও সেঁওতি। ইতোমধ্যেই ছবিটি দর্শক-সমালোচকের প্রশংসা কুড়িয়েছে।
সাবা
জনপ্রিয় টিভি অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বড় পর্দায় অভিষেক ঘটেছে এই সিনেমার মাধ্যমে। দেশে মুক্তির আগেই এটি বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ারসহ অনেকে। একটি তরুণীর দৃষ্টিকোণ থেকে জীবনের চ্যালেঞ্জ ও দ্বন্দ্বের চিত্র এতে ফুটে উঠেছে।
প্রিয় মালতী
শঙ্খ দাসগুপ্ত পরিচালিত এ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। সহশিল্পী হিসেবে আছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালামসহ আরও অনেকে। একজন নারীর ব্যক্তিগত সংগ্রাম, সমাজের বাঁধাধরা নিয়ম, এবং নিজের পরিচয় খোঁজার যাত্রা এই ছবির কেন্দ্রবিন্দু। সমালোচকেরা মনে করছেন, এটি মেহজাবীনের ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হতে পারে।
বাড়ির নাম শাহানা
লীসা গাজীর পরিচালনায় নির্মিত ছবিটি বাস্তব ঘটনা অবলম্বনে। নব্বইয়ের দশকের প্রেক্ষাপটে গড়ে ওঠা গল্পে একজন নারীর বেঁচে থাকার লড়াই ফুটে উঠেছে। দীপার চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। নারীর সামাজিক টিকে থাকার সংগ্রামকে শক্তভাবে উপস্থাপন করায় সিনেমাটি আলোচনায় এসেছে মুক্তির পর থেকেই।
ময়না
মঞ্জুরুল ইসলাম মেঘ পরিচালিত এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন রাজ রিপা। এর পাশাপাশি অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, সুব্রত, সুচনা আজমী, নাদের চৌধুরীসহ অনেকে। ছবিটি মূলত একটি নারীর আবেগ, স্বপ্ন আর সংগ্রামের গল্প। অভিনয়ের মান ও নির্মাণশৈলীর কারণে সিনেমাটি আলোচনায় রয়েছে।
বিশ্বের নানা দেশের মতো বাংলাদেশের জন্যও অস্কার শুধু একটি পুরস্কার নয়—এটি আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নিজেদের অবস্থান জানান দেওয়ার এক বিশেষ সুযোগ। এ বছর যে পাঁচটি ছবি নির্বাচনের জন্য জমা পড়েছে, সেগুলো কেবল গল্পে নয়, নির্মাণশৈলী ও অভিনয়েও বৈচিত্র্যময়। এখন অপেক্ষা, এর মধ্যে কোন ছবিটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে লস অ্যাঞ্জেলেসে বসা অস্কারের লালগালিচায়।