বলিউডের ঋতুপর্ণা আর ঢালিউডের জায়েদ খান— দুই বাংলার দুই তারকা এবার একসাথে মঞ্চ কাঁপাবেন নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে, দুর্গাপূজার মহা আয়োজনে।
আগেই জানা গিয়েছিল, কলকাতার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত থাকবেন এবারের পূজার মূল আকর্ষণ। তবে এবার যুক্ত হলেন ঢালিউডের আলোচিত নায়ক জায়েদ খানও! আর এই খবরটাই আয়োজক কমিটি বলছে— বিগ ব্রেকিং!
ঋতুপর্ণা মানেই অন্যরকম আভিজাত্য। ৯০ দশক থেকে তিনি টালিউডের রোমান্টিক কুইন। ‘শ্বেতপাথরের ঠেকা’ থেকে শুরু করে ‘প্রাক্তন’, এমনকি সাম্প্রতিক ওয়েব সিরিজেও তার অভিনয় দর্শক মাতিয়ে রেখেছে। কলকাতা তো বটেই, বাংলাদেশেও তার ফ্যান-ফলোয়ারের অভাব নেই।
অন্যদিকে ঢালিউডের এই তারকা জায়েদ খান— বাংলা সিনেমার ভিন্নধারার এক মুখ। নায়ক হিসেবে যেমন পরিচিত, তেমনি চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বেও আলোচনায় থাকেন তিনি। ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘জিদ্দি মা’—এমন অনেক সিনেমায় তার অভিনয় নিয়ে আলোচনা হয়েছে। আবার তার ফানি আর এন্টারটেইনিং স্বভাবও তাকে সবসময় আলোচনায় রাখে। মঞ্চে হঠাৎ ডিগবাজি দিয়ে ভাইরাল হওয়া, বা মজার সব কাণ্ড—এসবের কারণেই তিনি দর্শকদের কাছে আলাদা এক বিনোদনের নাম।
এবার সেই ফানি, এনার্জেটিক জায়েদকে পাওয়া যাচ্ছে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে, ঋতুপর্ণার সঙ্গে একই মঞ্চে! জায়েদ খান নিজেই জানিয়েছেন—তার সঙ্গে এরইমধ্যে ঋতুপর্ণার দেখা হয়েছে নিউ ইয়র্কে। আর ভক্তদের অনুরোধে যদি সুযোগ মেলে, তবে দু’জন একসাথে নাচবেন সুপারহিট গান ‘সাগরিকা’-তে!
সবকিছু মিলিয়ে এবারকার দুর্গাপূজার মঞ্চ হবে সত্যিকারের দুই বাংলার মিলনমেলা। আগামী ৪ অক্টোবর টাইমস স্কয়ারের বিশাল স্ক্রিন আর মঞ্চ কাঁপাবে এই দুই তারকা।