Saturday 22 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রঙ, আভিজাত্য আর শিল্পীর মায়ায় জয়া আহসান

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০০

বাংলা সিনেমার বহুল প্রশংসিত অভিনেত্রী জয়া আহসান শুধু পর্দার অভিনয় দিয়েই নয়, বরং তার ব্যক্তিত্ব, রুচিশীলতা আর নান্দনিকতায় বারবার ভক্তদের মুগ্ধ করে আসছেন।

আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু ছবি শেয়ার করেছেন তিনি, যা মুহূর্তেই আলোচনায় এসেছে।

ছবিগুলোতে দেখা যায়, ঐতিহ্যবাহী শাড়ি আর সোনালি গয়নায় সেজেছেন জয়া। গাঢ় মেরুন আর সোনালি রঙের মেলবন্ধনে তার সাজে ধরা দিয়েছে এক অনন্য রাজসিক আবেদন। খোঁপায় গাঁথা সাদা ফুল, কানে ঝুলছে ঝুমকা, আর হাতে শাড়ির আঁচল—সব মিলিয়ে তিনি যেন এক পূর্ণাঙ্গ শিল্পকর্ম।

শুধু সাজ নয়, ছবিগুলোতে জয়াকে দেখা যায় এক গভীর মননশীল ভঙ্গিতে। নিজেকে নিয়ে ডুবে আছেন নীরবতায়। চারপাশের রঙ, আলো আর ফুলের সাজ তার উপস্থিতিকে আরও উজ্জ্বল করেছে।

বিজ্ঞাপন

পোস্টটির ক্যাপশনে তিনি লিখেছেন, কিছু প্রতীকী চিহ্ন—♣️🤍♠️—যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। কে জানে, হয়তো এর ভেতরেই লুকিয়ে আছে কোনো গল্প কিংবা নতুন কোনো প্রজেক্টের ইঙ্গিত।

জয়া আহসান বহুদিন ধরেই দুই বাংলার চলচ্চিত্র অঙ্গনে সমানতালে কাজ করছেন। বাংলাদেশ ও কলকাতার অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি ব্যক্তিত্বের দিক থেকেও এক অনন্য দৃষ্টান্ত। তাই তার প্রতিটি উপস্থিতিই ভক্তদের কাছে এক নতুন আলোচনার জন্ম দেয়।

তার পোস্টে ইতোমধ্যেই কয়েক হাজার লাইক, শত শত মন্তব্য আর শেয়ার জমেছে। অনেকে জয়াকে ‘চিরকালীন সৌন্দর্যের প্রতীক’ বলছেন, আবার কেউ কেউ কবিতার ভাষায় প্রশংসা করছেন তার সাজ আর ভঙ্গিমার।

সব মিলিয়ে বলা যায়, জয়া আহসান শুধু অভিনেত্রী নন, তিনি এক শিল্পী। যার প্রতিটি উপস্থিতি একেকটি রঙিন ক্যানভাসের মতো, যেখানে মিশে থাকে ঐতিহ্য, আভিজাত্য আর গভীর শিল্পচেতনা।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত
২২ নভেম্বর ২০২৫ ১৮:১৯

আরো

সম্পর্কিত খবর