Saturday 27 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলের জন্মদিন ঘিরে শাকিব-অপুর ভালোবাসার গল্প

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৪৭

ঢাকাই চলচ্চিত্রের দুই জনপ্রিয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের সম্পর্ক আজ ভিন্ন পথে হাঁটলেও, তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়কে ঘিরে দুজনের আবেগ একই রকম উজ্জ্বল। ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর দশ বছরে পা রাখল জয়। আর ছেলের জন্মদিনে বাবা-মা আলাদাভাবে প্রকাশ করলেন ভালোবাসা, শুভেচ্ছা আর আশীর্বাদ।

দিনের ঘড়ি যখন ১২টা স্পর্শ করে, তখনই ছেলের জন্মদিন উপলক্ষে আবেগঘন এক ভিডিও শেয়ার করেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। ভিডিওতে দেখা যায় দেশের বাইরে এক পার্কে শাকিব ও তার ছেলের খুনসুটি, হাসি আর আনন্দের মুহূর্ত। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেন, ‘শুভ জন্মদিন আমার ছোট রাজপুত্র। তুমি যেন সৎ, সাহসী আর দয়ালু মানুষ হয়ে ওঠো। আমি সবসময় তোমার পাশে আছি।’

বিজ্ঞাপন

শাকিবের এই পোস্ট দেখে ভক্তরাও আবেগে ভেসে যান। হাজারো শুভেচ্ছা বার্তায় ভরে ওঠে তার টাইমলাইন।

বাবার পরেই ছেলের জন্মদিনে ফেসবুকে পোস্ট দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। নিজের সাথে জয়ের দুটি ছবি শেয়ার করেন তিনি—একটিতে মা-ছেলে একসাথে বসে আছেন, আরেকটিতে জন্মদিনের কেক।

ছবির ক্যাপশনে অপু লিখেছেন, ‘শুভ জন্মদিন, আমার প্রিয়। তোমার হাসি, তোমার সরলতা—সবকিছুই আমার কাছে অমূল্য। তোমার স্বপ্নগুলো সত্যি হোক। মা তোমাকে অনেক ভালোবাসি, এখন এবং চিরকাল।’

২০০৮ সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব ও অপু। দীর্ঘদিনের গোপনীয়তার পর ২০১৬ সালে জয়ের জন্মের মাধ্যমে প্রকাশ্যে আসে তাদের দাম্পত্য জীবন। তবে ২০১৮ সালে সেই সম্পর্কের সমাপ্তি ঘটে। বিচ্ছেদ সত্ত্বেও ছেলেকে কেন্দ্র করে দুজনের মনোভাব যেন একই রকম—স্নেহ, ভালোবাসা আর সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কামনা।

শাকিব-অপুর ব্যক্তিগত জীবনের ওঠাপড়া নিয়ে বহু আলোচনা হলেও জয়ের জন্মদিনে তারা যে ভালোবাসা উজাড় করে দিলেন, তা ভক্তদের জন্য ছিল এক আবেগঘন মুহূর্ত। অনেকে মন্তব্য করেছেন—’জয়ের মুখে সবসময় হাসি থাকুক, আর বাবা-মায়ের ভালোবাসায় সে বড় হোক।’

বাবা-মা ভিন্ন পথে হাঁটলেও সন্তানের সামনে তারা যেন একই ছায়া। জয় তাদের জীবনের সেতুবন্ধন—যেখানে দ্বন্দ্বের কোনো স্থান নেই, আছে শুধু নিখাদ ভালোবাসা।

সারাবাংলা/এফএন/এএসজি

অপু বিশ্বাস আব্রাম খান জয় শাকিব খান

বিজ্ঞাপন

‘আপাতে’ দিয়ে নতুন উচ্চতায় রোজে
২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২০

আরো

সম্পর্কিত খবর