Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালমান নাকি আদনান? পাকিস্তানি রিয়েলিটি শো ‘তামাশা’ ঘিরে তোলপাড়

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৭ অক্টোবর ২০২৫ ১৫:২৬ | আপডেট: ৭ অক্টোবর ২০২৫ ১৫:৩১

পাকিস্তানের জনপ্রিয় রিয়েলিটি শো ‘তামাশা’ এবার আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। চতুর্থ মৌসুমে এসে অনুষ্ঠানটি ঘিরে ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত বিতর্ক— নেটিজেনদের মতে, সঞ্চালক আদনান সিদ্দিকী নাকি হুবহু নকল করেছেন সালমান খানের ‘বিগ বস’-এর স্টাইল!

ঘটনার সূত্রপাত এক সাম্প্রতিক পর্বে। সেই পর্বে দেখা যায়, ‘তামাশা’ হাউজের প্রতিযোগীরা নিয়ম-শৃঙ্খলা মানছেন না, বাড়িটি একেবারে অগোছালো হয়ে পড়েছে। এমন অবস্থায় স্বয়ং ‘বাদশাহ সালামত’ আদনান সিদ্দিকী হাউজে ঢুকে নিজেই হাতে নেন ভ্যাকুয়াম ক্লিনার, মুছে দেন ফ্লোর, এমনকি বাসন ধুয়ে ফেলেন! তার এই ‘পরিষ্কার অভিযানের’ ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।

বিজ্ঞাপন

এরপরই দর্শকদের মনে পড়ে যায় ‘বিগ বস’-এর সেই বিখ্যাত মুহূর্তগুলো, যেখানে সালমান খান নিজেই ময়লা ঘর পরিষ্কার করে বলেছিলেন, ‘No work is small.’ অনেকে তাই তুলনা টানেন—‘তামাশা’ কি তাহলে বিগ বস-এরই কপি?

এদিকে ফেসবুক ও এক্স (টুইটার) প্ল্যাটফর্মে চলছে মন্তব্যের ঝড়! কেউ লিখেছেন, ‘কপি করলে অন্তত স্বীকার তো করো!’ আর কেউ বলেছেন, ‘প্রেরণা নেওয়া খারাপ নয়, কিন্তু মৌলিকতা থাকা চাই।’ তবে অনেক ভক্তই আবার আদনান সিদ্দিকীর প্রশংসা করেছেন, তার বিনয় ও দায়িত্বশীল আচরণকে ‘ভালো উদাহরণ’ হিসেবে দেখছেন।

প্রসঙ্গত, ‘তামাশা’ পাকিস্তানে ‘বিগ ব্রাদার’ ফ্র্যাঞ্চাইজির আনুষ্ঠানিক সংস্করণ, যা টানা চার মৌসুম ধরে সঞ্চালনা করছেন আদনান সিদ্দিকী। যদিও এবারের মৌসুমে পরিচিত তারকাদের পরিবর্তে রাখা হয়েছে তুলনামূলক অপরিচিত প্রতিযোগীদের, আর সেখানেই যেন শুরু হয়েছে গোলযোগ, তর্ক-বিতর্ক আর নাটকীয়তা।

নেটিজেনদের মতে, ‘শো এখন প্রতিযোগিতার চেয়ে বিতর্কেই বেশি আকর্ষণ তৈরি করছে।’ তবে আদনান সিদ্দিকী এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি। তার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, ‘আদনান ভাই সালমানের ভক্ত, কিন্তু নকল নয়— এটি তার নিজের দায়িত্ববোধ থেকে করা কাজ।’

দর্শকরা বলছেন, ‘যে-ই হোক, এই মুহূর্তে ‘তমাশা’ আমাদের পর্দায় সবচেয়ে বেশি বিনোদন দিচ্ছে—এটাই সত্যি!’

শেষ পর্যন্ত বলা যায়, সালমান খান আর আদনান সিদ্দিকী—দু’জনেই নিজ নিজ সংস্কৃতির বড় তারকা। একজন বলেছিলেন, ‘কোনো কাজ ছোট নয়,’ আর অন্যজন হয়তো সেটাই প্রমাণ করতে চেয়েছেন নিজের মতো করে।

সারাবাংলা/এফএন/এএসজি

আদনান সিদ্দিকী পাকিস্তানি রিয়েলিটি শো ‘তামাশা’ বিগ বস সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর