Tuesday 07 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পোশাক দিয়ে শালীনতা মাপা যায় না’— রুনা খানের মন্তব্যে তোলপাড়

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৭ অক্টোবর ২০২৫ ১৮:২৫

দীর্ঘ দুই দশকের অভিনয়জীবনে সবসময় স্পষ্টভাষী হিসেবে পরিচিত অভিনেত্রী রুনা খান। কাজের জায়গায় আপসহীন এই শিল্পী আবারও আলোচনায়— এবার পোশাক ও শালীনতা নিয়ে তার মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল বিতর্ক।

সম্প্রতি এক দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে রুনা খান বলেন, ‘পোশাক দিয়ে কারও শালীনতা মাপা যায় না। বাস্তব জীবনে যারা অনৈতিকতায় জড়ায়, তারা পর্দায় লম্বা হাতার ব্লাউজ পরে শালীনতার অভিনয় করে।’

এই মন্তব্যকে কেউ সত্যনিষ্ঠ স্পষ্টবাদিতা বলছেন, আবার কেউ একে সহকর্মীদের উদ্দেশে ‘অতিরিক্ত তির্যক’ আক্রমণ হিসেবে দেখছেন। তবে যে কারণেই হোক, রুনার এই বক্তব্যে সরব পুরো বিনোদন অঙ্গন।

বিজ্ঞাপন

রুনা আরও বলেন, ‘আমি ২০০৫ সাল থেকে কাজ করছি। এই ২০ বছরে অনেক কাজের প্রস্তাব পেয়েছি, কিন্তু সব করেছি নিজের পছন্দ আর মূল্যবোধ অনুযায়ী। কোনোদিন নিজের নীতি বিসর্জন দিইনি।’

অভিনেত্রীর দাবি, তার অনেক নারী সহকর্মী নাকি পরিচালকদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক— প্রেম, বিয়ে কিংবা পরকীয়ার মাধ্যমে কাজ আদায় করেছেন।

‘পরিচালকের সঙ্গে যত দিন সম্পর্ক, তত দিন কাজ; সম্পর্ক শেষ তো কাজও শেষ,’ — এমন মন্তব্যে তিনি জানান, নিজের সাফল্য অর্জন করেছেন একমাত্র যোগ্যতা ও পরিশ্রম দিয়ে।

বিতর্কের জবাবে রুনার স্পষ্ট বক্তব্য, ‘যারা নিজেরা ব্যক্তিগত সম্পর্কের বিনিময়ে ক্যারিয়ার বানাতে পারেনি, তারাই এখন আমার পোশাক নিয়ে কথা বলে। আমি কারো সঙ্গে সম্পর্ক না করেও সফল হয়েছি, এটা তাদের সহ্য হচ্ছে না।’

রুনা খানের এই মন্তব্যে কেউ অবাক, কেউ ক্ষুব্ধ, কেউ বা তার সাহসের প্রশংসায় পঞ্চমুখ। তবে একথা সবাই মানছেন— এমন খোলামেলা বক্তব্য সাধারণ কেউ বলতে পারেন না।

সারাবাংলা/এফএন/এএসজি

অভিনেত্রী রুনা খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর