Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিবার-বলডুইনের বাগদান


৯ জুলাই ২০১৮ ১৭:১৬ | আপডেট: ৯ জুলাই ২০১৮ ১৭:৩৯

বিবার-বলডুইন

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

পপ গায়ক জাস্টিন বিবার এবং মডেল হেইলি বলডুইন একে অপরের কাছাকাছি দুই বছর ধরে। এই কাছাকাছি দুরত্বকে আরও ঘনিষ্ঠ করতেই এগিয়ে যাচ্ছেন তারা। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন বলছে এক সপ্তাহ আগে আংটি বদল করেছেন এই জুটি। রোববার সংবাদ মাধ্যমটি এই খবর প্রকাশ করেছে।

২০১৬ সাল থেকে বিবার-বলডুইন জড়িয়ে আছেন প্রেমের সম্পর্কে। এর মধ্যে তাদের সম্পর্ক ভেঙেও গিয়েছিল। কিন্তু গত মাসেই তারা সব ধারণা-ভবিষ্যদ্বাণী মিথ্যা প্রমাণ করে দিয়ে সবার সামনে আসেন। সবাইকে জানিয়ে দেন তাদের ভালোবাসা পুনরুজ্জীবিত হয়েছে।

যদিও প্রেমে ভাঙা-গড়ার খেলা বিবারের জন্য নতুন কিছু না। তার দীর্ঘ দিনের প্রেমিকা ছিলেন সেলেনা গোমেজ। ২০১৬ সালে তাদের প্রেম ভেঙে যায়। এরপর ২০১৭ সালে আবারও একত্রিত হয়েছিলন তারা। কিন্তু ২০১৮ সালে আবারও ভেঙে যায় সেই সম্পর্ক। এই ভাঙা-গড়ার খেলার মাঝে একসময় ঢকে পড়েন বলডুইন।

যুক্তরাষ্ট্রের বাহামা দ্বীপপুঞ্জে শনিবার (৯ জুলাই) বিবার-বলডুইন বাগদান সম্পন্ন করেছেন। তবে তাদের কেউই এখনো এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। তবে ছেলের বাগদানের খবরে আনন্দিত বিবারের বাবা-মা। বিবারের বাবা জেরেমি বিবার ছেলের বাগদানে উচ্ছ্বাস প্রকাশ করে একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পরের অধ্যায়ের জন্য উন্মুখ হয়ে আছি।’

বিবার এখন ২৪ আর বলডুইনের বয়স ২১ বছর। দুজনের বাগদানের খবরে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় ভরে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সবাই আছেন বাগদানের ছবি দেখার প্রতিক্ষায়।

সারাবাংলা/পিএ/পিএম

বিজ্ঞাপন

আইসিইউতে সাইফ আলী খান
১৬ জানুয়ারি ২০২৫ ১৬:৩৭

আরো

সম্পর্কিত খবর