বলিউডের গ্ল্যামার কুইন দীপিকা পাড়ুকোন— যিনি একসময় ওম শান্তি ওম দিয়ে শুরু করে আজ হয়ে উঠেছেন বলিউডের সবচেয়ে শক্তিশালী নারী তারকাদের একজন!
কিন্তু এবার এই দীপিকাকেই ঘিরে শুরু হয়েছে এক নতুন বিতর্ক! ‘স্পিরিট’ সিনেমা থেকে হঠাৎই বাদ পড়লেন তিনি — আর এর পেছনে কারণটা অবাক করার মতো! শোনা যাচ্ছে, দীপিকা নাকি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার সঙ্গে মতবিরোধে জড়িয়ে পড়েছিলেন! কারণ? প্রতিদিনের ৮ ঘণ্টার শুটিং শিফট।
দীপিকা চান — দিনে সর্বোচ্চ ৮ ঘণ্টা কাজ করতে। কারণ, তিনি এখন এক ছোট্ট মেয়ের মা আর মাতৃত্বের পর নিজের সময়টা পরিবারের জন্যও রাখতে চান। কিন্তু প্রযোজনা সংস্থা রাজি হয়নি! ফলে, দীপিকা নিজেই স্পিরিট প্রজেক্ট থেকে সরে দাঁড়ান। এটা এখানেই থামেনি…একই কারণে নাকি ‘কাল্কি ২৮৯৮ এডি’-এর সিকুয়েল থেকেও বাদ পড়েন তিনি!
তবে এতদিন চুপ থাকা দীপিকা অবশেষে মুখ খুলেছেন — সম্প্রতি সিএনবিসি-টিভি১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভারতের চলচ্চিত্রজগৎকে আমরা শিল্প বলি, কিন্তু সত্যি কথা বলতে, আমরা এখনো শিল্পের মতো করে কাজ করিনি।’
তিনি আরও যোগ করেন, ‘পুরুষ তারকারা বহু বছর ধরেই দিনে ৮ ঘণ্টা কাজ করেন। আমি যদি নারী বলে এই দাবি জেদ মনে হয়, তাহলে তাই হোক — কিন্তু এটা কোনো অপরাধ নয়!’ দীপিকার মতে, বলিউডে এখন সময় এসেছে শৃঙ্খলা, পরিকল্পনা আর নিয়মের। কারণ, ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রি এখনো অনেকটাই ‘বিশৃঙ্খল’!
আর এই বক্তব্যেই যেন আগুন লেগেছে সোশ্যাল মিডিয়ায়। কেউ বলছে — দীপিকা ঠিক বলেছে! আবার কেউ বলছে — তারকারা নিজের সুবিধার কথা ভাবছেন!
এদিকে, দীপিকা এখন ব্যস্ত ‘কিং’ সিনেমার শুটিংয়ে। এই ছবিতে রয়েছেন শাহরুখ খান, সুহানা খান আর অভিষেক বচ্চন। আর পরিচালনায় আছেন সিদ্ধার্থ আনন্দ। এছাড়া শোনা যাচ্ছে, দীপিকাকে দেখা যাবে অ্যাটলির নতুন সিনেমাতেও, যেখানে তার বিপরীতে থাকবেন দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুন!
দীপিকা এবার কাজের সময় বেঁধে দিয়েছেন ৮ ঘণ্টা। কিন্তু বলিউডে এই সাহসী সিদ্ধান্ত কি নতুন নিয়মের সূচনা করবে? না কি, তারকারাও নতুন চ্যালেঞ্জের মুখে পড়বেন?