Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সঞ্জীবের জন্মদিনে উৎসব


২৪ ডিসেম্বর ২০১৭ ১৮:০৭ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৭ ১৮:০৮

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট

শিল্পী, লেখক এবং সাংবাদিক সঞ্জীব চৌধুরী। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মাকালকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে `সঞ্জীব উৎসব‘। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সঞ্জীব চত্বরে উৎসবের আয়োজন করা হয়েছে ষষ্ঠবারের মতো।

উৎসবের অন্যতম আয়োজক সংগীতশিল্পী জয় শাহরিয়ার জানান, নতুন বেশ কিছু ব্যান্ড অংশগ্রহণ করবে উৎসবে। ব্যান্ড ‘দলছুট’ কিংবা বাপ্পা মজুমদার থাকছেন না আয়োজনে।

আয়োজনে যারা গাইবেন তারা হলেন- জয় শাহরিয়ার, তরুণ, শুভ, সন্ধি, সভ্যতা, ব্যান্ড চিৎকার, গানকবি, অর্জন, সিনা হাসান অ্যান্ড বাংলা ফাইভ, পার্পল রেইন, অনুরণ, ক্ষ্যাপা, ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটি।

সোমবার বিকাল ৪টা থেকে শুরু হয়ে উৎসব চলবে রাত ৯টা পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি এবং আজব কারখানার আয়োজনে উৎসবটি সবার জন্য উন্মুক্ত।

সারাবাংলা/পিএ/কেবিএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর