Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সঞ্জীবের জন্মদিনে সাহস স্পেশাল


২৪ ডিসেম্বর ২০১৭ ১৯:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টাফ করেসপনডেন্ট

সঞ্জীব চৌধুরীর ৫৫তম জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা জানাতে, তারই গান গাইলেন সাহস মুস্তাফিজ। সঞ্জীবের গাওয়া জনপ্রিয় গান ‘আমি তোমাকেই বলে দেবো’ কাভার করেছেন নবীন শিল্পী সাহস মোস্তাফিজ। ফরহাদ-এর পিয়ানোতে সাহসের এ গানটির ভিডিও প্রকাশ করছে ‘আজব কারখানা’।

সাহস মোস্তাফিজ লোক ঘরানার গান করেন। গানকবি ব্যান্ড নিয়ে তার পথচলা। ভালোবাসেন শিল্পী সঞ্জীব চৌধুরীকে। সাহস বলেন, ‘সঞ্জীব দা’র প্রতি অপরিসীম শ্রদ্ধা থেকেই গানটি কাভার করেছি। প্রিয় শিল্পী বাপ্পা মজুমদার ও জয় শাহরিয়ারের অনুপ্রেরণায় সাহস পেয়েছি এমন একটি কাজ করার।’

গানটির ভিডিও নির্মাণ করেছেন বর্ণ চক্রবর্তী এবং নাবিদ সালেহীন নিলয়। ২৫ ডিসেম্বর রাতে আজব কারখানার ইউটিউব চ্যানেল এ গানটি প্রকাশিত হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিএ/কেবিএন

সঞ্জীব সাহস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর