Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহরুখ পত্নী গৌরী খানের ‘তরী’: স্বাদের চেয়ে দামের ঝলকেই চমক!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৯ অক্টোবর ২০২৫ ১৮:২৫

বলিউড বাদশা শাহরুখ খানের স্ত্রী ও খ্যাতনামা ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খানের নতুন উদ্যোগ ‘তরী’ নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চলছে জোর আলোচনা। মুম্বাইয়ের অভিজাত এলাকায় অবস্থিত এই রেস্তোরাঁর বিলাসবহুল সাজসজ্জা যেমন নজর কাড়ছে, তেমনি এর খাবারের দামও এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সম্প্রতি ‘তরী’র মেনু ও মূল্যতালিকা প্রকাশ্যে আসতেই অনেকে হতবাক! কেউ কেউ বলছেন, ‘খাবারের আগে দাম দেখেই পেট ভরে যাচ্ছে!’

মেনু ঘেঁটে দেখা গেছে, আন্তর্জাতিক মানের নানা পদে সাজানো গৌরী খানের এই রেস্তোরাঁ। ডাম্পলিং, স্যালাড, সামুদ্রিক খাবার থেকে শুরু করে জাপানি রান্নার ছোঁয়া— সবই আছে এখানে। তবে দাম শুনলে চোখ কপালে উঠবে অনেকেরই!

বিজ্ঞাপন

‘তরী ভেজ গিয়োজা’ নামে এক প্লেট ডাম্পলিংয়ের দাম প্রায় ১,৫০০ রুপি (বাংলাদেশি টাকায় প্রায় ২,২০০)। জাপানি জনপ্রিয় পদ ‘এনোকি মাশরুম টেমপুরা’ বিক্রি হচ্ছে ৬০০ রুপিতে, আর পদ্মফুলের গোড়া দিয়ে তৈরি একটি বিশেষ পদ ৭৫০ রুপি।

এখানেই শেষ নয়! ‘চিকেন ইয়াকিতোরি’ পেতে খরচ করতে হবে ৮০০ রুপি। আর মেনুর সবচেয়ে দামি খাবার দুটি ভেড়ার মাংসের পদ— একটির দাম ৩,৮০০ রুপি, অন্যটির ৪,৭০০ রুপি!

সামুদ্রিক খাবারপ্রেমীদের জন্যও রয়েছে বিশেষ আয়োজন— নরওয়ের পদ্ধতিতে রান্না করা স্যামন মাছ ১,৯০০ রুপি, আর চিংড়ির পদ পাওয়া যায় ৬৫০ রুপিতে।

তবে ‘তরী’ শুধু দাম বা সাজসজ্জা নয়, বিতর্কের গন্ধও পেয়েছিল কিছুদিন আগে। এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার অভিযোগ তুলেছিলেন, রেস্তোরাঁটি নাকি নকল পনির ব্যবহার করছে। যদিও এখন পর্যন্ত গৌরী খান বা রেস্তোরাঁ কর্তৃপক্ষ কেউই এ বিষয়ে মুখ খোলেননি।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর