বাংলা সিনেমার প্রিয় মুখ, জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী আজ পা দিলেন জীবনের ৫২তম বছরে। খ্যাতিমান এই অভিনেত্রী ১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন। তার পুরো নাম শামীমা আখতার জামান, বাবা নাজমুজ্জামান মনি এবং মা শিরিন আখতার।
দুই দশকেরও বেশি সময় ধরে দর্শকের হৃদয়ে রাজত্ব করছেন এই নায়িকা। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এরপর একে একে উপহার দেন *’মধুমতি,’ ‘মেঘলা আকাশ,’ ‘খাঁটি প্রেম,’ ‘লাল দরিয়া,’ ‘দোলনা,’ ‘পরদেশী ভালবাসা’*সহ অসংখ্য জনপ্রিয় সিনেমা।
চিরচেনা হাসি, মায়াবী চোখ আর পর্দায় সাবলীল অভিনয়ে তিনি জয় করে নিয়েছেন কোটি দর্শকের ভালোবাসা। শুধু অভিনয় নয়, তিনি পরিচালক ও প্রযোজক হিসেবেও সফলতা অর্জন করেছেন। পারিবারিক জীবনে অভিনেতা ওমর সানীর সঙ্গে তার দাম্পত্য জীবনও বিনোদন জগতের অন্যতম প্রিয় জুটি হিসেবে পরিচিত।
আজকের দিনে ভক্ত, সহকর্মী এবং সহশিল্পীরা ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন প্রিয়দর্শিনী মৌসুমীকে। ঢালিউডের এই কিংবদন্তি অভিনেত্রীর জন্মদিনে তার প্রতি রইল শুভেচ্ছা— আগামী দিনগুলো হোক আরও উজ্জ্বল, আরও সাফল্যে ভরা।
সারাবাংলা/এফএন