Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রূপালি পর্দা পেরিয়ে ক্রিকেটের নতুন ইনিংস-এ শাকিব খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৬ নভেম্বর ২০২৫ ১৫:২৬

রূপালি পর্দায় তিনি রাজা— ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। কিন্তু এবারও তিনি আলোচনায় অন্য কারণে। সিনেমার বাইরে বাস্তব জীবনের ‘অ্যাকশন’ দেখাতে যাচ্ছেন ক্রিকেট মাঠে। দ্বিতীয়বারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল কিনে আবারও চমক দেখালেন এই তারকা।

সিনেমা থেকে স্টেডিয়াম

শাকিব খান মানেই চমক। সিনেমায় যেমন তার উপস্থিতি দর্শকদের মাতিয়ে রাখে, তেমনি এবারও ক্রিকেটে তার নাম ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। গেল আসরে তিনি প্রথমবারের মতো ‘ঢাকা ক্যাপিটালস’-এর মালিকানায় যুক্ত হন। যদিও দলটি শিরোপা জিততে পারেনি, তবু গ্যালারিতে শাকিবের উপস্থিতি যেন এক উৎসবের আবহ তৈরি করেছিল। দর্শকরা তখনই বুঝে গিয়েছিলেন—এই নায়ক শুধু পর্দায় নয়, মাঠেও লড়াই করতে জানেন।

বিজ্ঞাপন

নতুন করে মাঠে নামা

এবারও সেই স্বপ্নের ধারাবাহিকতায় শাকিব আবার ফিরলেন ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে। চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)-এর মাধ্যমে তিনি এবারও ঢাকার মালিকানা পাচ্ছেন, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি অনুযায়ী আগামী পাঁচ বছরের জন্য থাকছেন এই দায়িত্বে। ১৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলের ১২তম আসরে তাই শাকিব খানের দলই হতে যাচ্ছে অন্যতম আলোচনার কেন্দ্র।

শোবিজ আর ক্রিকেটের মেলবন্ধন

শাকিব এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘সিনেমা ও ক্রিকেট—দুইটিই মানুষের আবেগের জায়গা। আমি সব সময় চেয়েছি এই দুই পৃথিবীকে একসঙ্গে আনতে।’
বস্তুত, সেই স্বপ্নটাই যেন এবার বাস্তব রূপ পাচ্ছে। একদিকে ঢালিউডের তারকা, অন্যদিকে ক্রিকেটপ্রেমী বাংলাদেশ—দুই জগৎ একসাথে মিলিত হচ্ছে শাকিব খানের হাত ধরে।

শাকিব মানেই ব্র্যান্ড

শুধু নায়ক নন, তিনি এখন এক ব্র্যান্ড। সিনেমার প্রযোজনা থেকে ব্যবসা, ফ্যাশন থেকে ফিটনেস—সব ক্ষেত্রেই নিজের উপস্থিতি জানান দিয়েছেন তিনি। এখন সেই তালিকায় যুক্ত হলো ক্রিকেট। আগের আসরে তার নেতৃত্বে যে উদ্দীপনা দেখা গিয়েছিল, এবার সেটি আরও বাড়বে বলেই বিশ্বাস ভক্তদের।

সামনে কী অপেক্ষা করছে?

নতুন মালিকানায় শাকিবের দল কেমন পারফর্ম করবে, তা সময়ই বলবে। তবে একটা বিষয় নিশ্চিত—গ্যালারিতে যদি নায়ক নিজে উপস্থিত থাকেন, তাহলে দর্শকসারিও হবে সিনেমার প্রিমিয়ার শো-এর মতো উচ্ছ্বসিত।

বিপিএলের মাঠে এবারও তাই শাকিব খানের ইনিংস দেখার অপেক্ষায় ভক্তরা।

বিজ্ঞাপন

মেসির হাতে মায়ামি শহরের চাবি!
৬ নভেম্বর ২০২৫ ১৪:৪৯

আরো

সম্পর্কিত খবর